৪০ তম বিসিএস মৌখিক পরীক্ষার সূচি ২০২১ (২য় ধাপে) প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাধারণ ও কারিগরি /পেশাগত ক্যাডার পদের এই ভাইভা (মৌখিক পরীক্ষা) শুরু হবে ৪ নভেম্বর ২০২১ তারিখ থেকে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫,৯৭৪ জন প্রার্থী এই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। নির্ধারিত দিনগুলোতে মৌখিক পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ নভেম্বর ২০২১ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত পর্যায়ক্রমে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ঢাকার আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।
40th bcs viva schedule pdf download link : http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/b2a90aac_5f0a_4abe_ad28_0bb88f02a5f6/bpsc_001-compressed.pdf