চাকরির খবর

৪১তম বিসিএসে রেকর্ড সংখ্যক আবেদন

৪১তম বিসিএসে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছে। আজ (৪ জানুয়ারি ২০২০) সন্ধ্যা পর্যন্ত আবেদনের সুযোগ ছিল। শেষ সময় পর্যন্ত মোট ৪ লাখ ৭৫ হাজার প্রার্থীর আবেদন করেছে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে।

এ পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজর ৮১৬ জন আবেদন ফি জমা দিয়েছেন। আবেদন জমা হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমার সুযোগ পাওয়া যাবে।

এর আগে, ২০১৮ সালে ৪০তম বিসিএসে ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ২,১৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিসিএসে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।

এডু ডেইলি ২৪