৪১তম বিসিএস প্রিলিমিনারি এপ্রিল মাসে (২০২০) হতে পারে। ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুসারে মার্চে (২০২০) প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এ পরীক্ষা মার্চে নেওয়া সম্ভব হচ্ছে না, এপ্রিল মাসে হতে পারে। ১২ ফেব্রুয়ারি (বুধবার) এ ব্যাপারে পিএসসি’র বিশেষ সভায় আলোচনা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে জানান, আগে ৩৮তম বিসিএসের ফল প্রকাশের পর ৪১তম বিসিএসের পরীক্ষা নেওয়া হতে পারে।
উল্লেখ্য, ৩৮তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা শেষ হয়েছে, মার্চ মাসে চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে। এরপরই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেবে পিএসসি।