চাকরির খবর

৪১তম বিসিএস প্রিলিমিনারি এপ্রিলে!

৪১তম বিসিএস প্রিলিমিনারি এপ্রিল মাসে (২০২০) হতে পারে। ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুসারে মার্চে (২০২০) প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এ পরীক্ষা মার্চে নেওয়া সম্ভব হচ্ছে না, এপ্রিল মাসে হতে পারে। ১২ ফেব্রুয়ারি (বুধবার) এ ব্যাপারে পিএসসি’র বিশেষ সভায় আলোচনা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে জানান, আগে ৩৮তম বিসিএসের ফল প্রকাশের পর ৪১তম বিসিএসের পরীক্ষা নেওয়া হতে পারে।

উল্লেখ্য, ৩৮তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা শেষ হয়েছে, মার্চ মাসে চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে। এরপরই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেবে পিএসসি।

এডু ডেইলি ২৪