৪১তম বিসিএস প্রিলি রেজাল্ট জুলাইয়ের ১ম সপ্তাহে প্রকাশ হতে পারে। পরীক্ষা হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করার কথা বলা হলেও ইতোমধ্যে প্রায় ৩ মাস হয়ে গেছে। করোনাসহ নানা কারণে এখনো ফল প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র বলেছে, জুলাই মাসের ১ম সপ্তাহের যেকোনো সময় প্রিলির ফলাফল প্রকাশ হতে পারে। ফলাফল প্রকাশের প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে।
৪১তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে মোট ৬৪২ জন; প্রফেশনাল ও টেকিনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনসহ মোট ২,১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে ২০২০ সালের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২০২১ সালের ১৯ মার্চ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।