চাকরির খবর

৪৩ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ২০২২ (নতুন)

৪৩ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ (নতুন সময়সূচি) প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৩তম বিসিএসের রিটেন আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই থেকে, শেষ হবে ৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে।

৬ জুন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক গণমাধ্যমকে এই তথ্য জানান।

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর ৮টি বিভাগীয় শহরের ৩৬৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৪,৪২,৮৩২ জন প্রার্থী এই বিসিএসের জন্য আবেদন করেন। পরে মধ্যে প্রিলিমিনারিতে অংশ নেন ৩,২১,৬৫০ জন। প্রিলিতে পাস করেন ১৫,২২৯ জন।

৪৩ তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন ২০২২ (সংশোধিত)

৪৩ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ২০২২ (নতুন)

43th bcs written exam date 2022 pdf link : http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/e0d9d2fd_623a_46f9_8d6a_f1fe58e804f0/bpsc_001.pdf

এডু ডেইলি ২৪