৪৫তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২৩ ৬ জুন ২০২৩ সন্ধ্যায় প্রকাশিত হয়েছে । ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট অনুযায়ী উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন চাকরি প্রার্থী। ফলাফল পাওয়া যাবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd)। এছাড়া ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা অক্টোবর মাসে হবে বলেও জানিয়েছে পিএসসি। উল্লেখ্য, ৪৫ তম বিসিএস-এ মোট পদ সংখ্যা ৩৩৩১টি (২৩০৯টি ক্যাডার পদ ও নন-ক্যাডার পদ ১০২২টি) বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ। বিগত ৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশিসংখ্যক ক্যাডার নিয়োগ করা হবে।
পিএসসি-এর ওয়েবসাইট (http://www.bpsc.gov.bd) ও টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) বিসিএস পরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পর এবারই সবচেয়ে কম সময়ে ফলাফল প্রকাশ করল পিএসসি। গত ১৯ মে ২০২৩ তারিখে ্বেই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসাবে পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল দিল পিএসসি। এর আগে, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে। ওই বিসিএসের চেয়েও এ বিসিএসে আরও কম সময়ে প্রিলির ফল প্রকাশ করল পিএসসি।
৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ সম্পর্কে জানিয়েছে পিএসসি। চলতি বছরের (২০২৩) অক্টোবরে হতে পারে ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষা। সুনির্দিষ্ট তারিখ ও সূচি পরীক্ষার আগে যথাসময়ে প্রকাশ করবে পিএসসি।
কর্তৃপক্ষ : | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) |
বিসিএসের ক্রম : | ৪৫তম বিসিএস (45th bcs) |
মোট ক্যাডার পদ : | ২৩০৯টি |
নন-ক্যাডার পদ : | ১০২২টি |
ক্যাডার ক্যাটাগরি : | ২৩টি |
আবেদনের তারিখ : | ডিসেম্বর ২০২২ |
ওয়েবসাইট : | http://www.bpsc.gov.bd |
45th bcs circular 2022 pdf download link : http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/c58f75eb_30c8_445c_972d_ab68c5481e38/45%20BCS%20Advertisement.pdf