৪৫ তম বিসিএস প্রার্থী সংখ্যা ৩ লাখ প্রার্থী। ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে অর্থাৎ আবেদনের শেষ দিন সকাল ১১টা পর্যন্ত প্রায় তিন লাখ প্রার্থী আবেদন অনলাইনে জমা দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আবেদনের শেষ সময় ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবার আবেদনের সময় বাড়ায়নি কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ২০২২ তারিখে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
কর্তৃপক্ষ : | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) |
বিসিএসের ক্রম : | ৪৫তম বিসিএস (45th bcs) |
মোট ক্যাডার পদ : | ২৩০৯টি |
নন-ক্যাডার পদ : | ১০২২টি |
ক্যাডার ক্যাটাগরি : | ২৩টি |
আবেদনের তারিখ : | ১০-৩১ ডিসেম্বর ২০২২ |
প্রিলিমিনারি পরীক্ষা : | ২০২৩ সালের মার্চের ২য় সপ্তাহে |
ওয়েবসাইট : | http://www.bpsc.gov.bd |
৪৫ তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। ক্যাডার পদের পাশাপাশি প্রথমবারের মতো নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। ক্যাডার পদে যেমন পছন্দ নির্দিষ্ট করে দেওয়া যায়, তেমনই নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পারবেন প্রার্থীরা।
৪৫ তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে, নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের ফি ৭০০ টাকা। তবে কোটাধারী প্রার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা যাবে।
৪৫তম বিসিএসে প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। আবেদনের সময় ক্যাডার পদে যেমন পছন্দ নির্দিষ্ট করে দেওয়া যায়, তেমনই নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পারছেন প্রার্থীরা।
কিন্তু আবেদন করতে গিয়ে কিছু সমস্যায় পড়েন আবেদনকারীরা। এর পরিপ্রেক্ষিতে ক্যাডার ও নন-ক্যাডার পদের কোড সংশোধন করে পিএসসি। এক্ষেত্রে ক্যাডার পদের একটি কোড ও নন-ক্যাডার পদের দুটি কোড নম্বর পরিবর্তন করা হয়েছে। রেলওয়ের সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী পদের কোড বাদ দেওয়া হয়েছে।
এ ছাড়া, ক্যাডার ও নন-ক্যাডারে কিছু পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড এবং লিখিত পরীক্ষার পদসংশ্লিষ্ট বিষয়ের কোড নম্বর পরিবর্তন করা হয়েছে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৩ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ডিসেম্বর থেকে ৪৫তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হব। অনলাইনে এই আবেদন চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা যাবে।