৭ম শ্রেণির সিলেবাস ২০২১ ( পাঠ্যসূচি ও মানবণ্টন ) প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে ৩টি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে। ৩টি বিষয়ের প্রতিটির পরীক্ষা হবে ৫০ নম্বরে।
২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেয়া হবে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, পরীক্ষা গ্রহণের পূর্বে যদি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (dshe.gov.bd) আরো কোনো এসাইনমেন্ট ও নতুন নির্দেশনা দেয়, এই খসড়া সিলেবাস ও পূর্ব পর্যন্ত যদি অন্য কোনাে অ্যাসাইনমেন্ট ও নির্দেশনা দেয়, তাহলে সেগুলো এই খসড়া সিলেবাসের (পাঠ্য সূচি) সঙ্গে সমন্বয় করা হবে।
এখানে বিষয়ভিত্তিক পাঠ্যসূচি, প্রশ্নের রূপরেখা ও মানবণ্টন দেয়া হলো।
বিষয় ও পত্র | লিখিত | এমসিকিউ | পরীক্ষায় মোট নম্বর | এসাইনমেন্ট | স্বাস্থ্যবিধি | মোট নম্বর |
বাংলা ১ম ও ২য় পত্র | ৩৫ | ১৫ | ৫০ | ৪০ | ১০ | ১০০ |
ইংরেজি ১ম ও ২য় পত্র | ২০+২০+১০ | – | ৫০ | ৪০ | ১০ | ১০০ |
গণিত | ৩৫ | ১৫ | ৫০ | ৪০ | ১০ | ১০০ |
সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র সংক্ষিপ্ত সিলেবাস হলো- গদ্যাংশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এর কাবুলিওয়ালা এবং কবিতাংশ থেকে কাজী নজরুল ইসলাম এর কুলি-মুজুর, জসীম উদদীন এর আমার বাড়ী,
গৌরীপ্রসন্ন মজুমদার এর শোন একটি মুজিবরের থেকে আর ব্যাকরণ অংশে সন্ধি সিলেবাসে অন্তর্ভূক্ত করা হয়েছে।
সপ্তম শ্রেণির ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের উপর দেয়া এসাইনমেন্টের ভিত্তিতে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে।
সপ্তম শ্রেণির ইংরেজি পাঠ্য বই থেকে বিভিন্ন পাটের গুরুত্বপূর্ণ অংশগুলো উদ্ধৃত করে শিক্ষার্থীদের জন্য নিয়মিত অ্যাসাইনমেন্ট প্রকাশ করে। সিলেবাসের অন্তর্ভুক্ত পাঠসমূহ থেকে শিক্ষার্থীরা ২০২১ সালের বার্ষিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এর আলোকে প্রশ্ন প্রণয়ন করবে।
ইউনিট এক এর লেসন ৪, ইউনিট-২ এর লেসন ১, ইউনিট-৩ এর লেসন ৪, ইউনিট-৪ এর লেসন ৩, ৭, ৮। ইংরেজি ব্যাকরণ অংশের ইউনিট-১ এর লেসন ১ থেকে ৬ (parts of speech) এবং ইউনিট-৩ এর লেসন ১ থেকে ৭ (tense)।
গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, মূলদ ও অমূলদ সংখ্যা ১. সংখ্যার বর্গ ও বর্গমূল, ২. উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল, ৩. সংখ্যার বর্গমূল নির্ণয়, ৪. মূলদ ও অমূলদ সংখ্যা, ৫. সংখ্যারেখায় মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান;
চতুর্থ অধ্যায়, বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর ১. বীজগণিতীয় রাশির গুণ, ২. বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, ৩. বীজগণিতীয় রাশির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা; অষ্টম অধ্যায়, সমান্তরাল রেখা এর ১. সমান্তরাল সরলরেখা ও ছেদক, ২. দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত, ৩. দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত প্রমাণ।
একাদশ অধ্যায়, তথ্য ও উপাত্ত এর ১. গণসংখ্যা সারণি, ২. শ্রেণি ব্যবধানের মাধ্যমে অবিন্যস্ত উপাত্ত বিন্যস্তআকারে প্রকাশ, ৩. আয়তলেখ অঙ্কন, ৪. আয়তলেখ হতে প্রচুরক নির্ণয়, ৫. আয়তলেখ হতে উপাত্ত সম্পর্কে ব্যাখ্যা;
১. বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষা নিতে হবে;
২. পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের;
৩. প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট;
যেসব অধ্যায় থেকে এসাইনমেন্ট (বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়) দেয়া হয়েছে, সেসব অধ্যায় এবং ১২ জানুয়ারি ২০২১ থেকে শ্রেণিকক্ষে যেসব অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে, সেগুলোই ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সিলেবাস।
(ক) বাংলা (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে ৫০ নম্বরের (লিখিত ৩৫ + এমসিকিউ ১৫);
(খ) ইংরেজি (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে ৫০ নম্বরের (১ম পত্র ৩০ + ২য় পত্র ২০);
(গ) সাধারণ গণিত বিষয়ের নম্বর হবে ৫০ নম্বরের (লিখিত ৩৫ + এমসিকিউ১৫);
(ঘ) প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে।
(ঙ) বার্ষিক পরীক্ষায় ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে। উল্লেখ্য, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করে এই ১০ নম্বর যোগ করতে হবে।
(চ) অর্থাৎ মোট ১০০ নম্বরের (৫০+৪০+১০) ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নপূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান করতে হবে।
☑ Class 6 to 10 Syllabus 2021 PDF download link : https://www.jessoreboard.gov.bd/uploads/notice/05_20211019131617_350.pdf
➪ Class 7 Assignment Solutions 2021 – All weeks : https://edudaily24.com/%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7/