ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ঢাকার ৭ কলেজে ভর্তির ১ম মেধাতালিকা ২৮ সেপ্টেম্বর ২০২২ প্রকাশিত হয়েছে। ভর্তির টাকা জমা দেয়ার অপশন ২৯ সেপ্টেম্বর ২০২২ থেকে সক্রিয় হবে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য বিষয় ও কলেজ পছন্দের প্রথম মেধাতালিকার পর পর্যায়ক্রমে আরো ২টি মেধাতালিকা প্রকাশ হবে। ২য় মেধাতালিকা ৫ অক্টোবর ২০২২ (বুধবার) ও ৩য় মেধাতালিকা ১৫ অক্টোবর ২০২২ (শনিবার) প্রকাশ করা হবে। আর ক্লাস শুরু হবে ১৮ অক্টোবর ২০২২ তারিখ থেকে।
• পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা: ৩৪০৯৬
• ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারীর সংখ্যা : ২৫৭৬১ জন
• ভর্তি পরীক্ষায় পাসের সংখ্যা : ১৬৮৯৫ জন
• ভর্তির জন্য যােগ্য : ৬৫.৫৮%
• মােট আসন সংখ্যা : ৬৫০০টি
জানা গেছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৭ কলেজের ভর্তি পরীক্ষায় সব ইউনিটের উত্তীর্ণ শিক্ষার্থীরা সর্বশেষ ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত বিষয় ও কলেজ পছন্দক্রম ফরম পূরণ করেছেন। তাদের পছন্দক্রম ও নম্বরের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের চাহিদা এবং অপেক্ষমাণ তালিকা থেকে ৫ ও ১৫ অক্টোবর আরো দুটি মেধাতালিকা প্রকাশিত হবে।
এছাড়া ভর্তি কার্যক্রম বিষয়ক নির্দেশনা দ্রুতই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানা গেছে।
উল্লেখ্য, ১২ আগস্ট ২০২২ সাত কলেজের বিজ্ঞান ইউনিটের, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের এবং ২৬ আগস্ট ২০২২ তারিখে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই সাতটি কলেজে চলতি বছর অনার্সে (স্নাতক-সম্মান) মোট আসন ২১,৫১৩টি।
https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে লগইন করে স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তির মেধাতালিকা বা ফলাফল, বিষয় ও কলেজ মনোনয়নের ফল দেখা যাবে।