৭ কলেজের পরীক্ষা জুন মাসে শুরু হতে পারে। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের স্নাতক ও ডিগ্রির স্থগিত পরীক্ষা চলতি জুন মাস থেকেই শুরুর চেষ্টা চলছে।
৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিমউল্লাহ খোন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে ৭ কলেজের চলমান লিখিত ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত হয়েছিল। এসব পরীক্ষা শুরুর জন্য রুটিন প্রকাশিত হয়েছিল, যা পরবর্তীতে আবারো স্থগিত হয়েছে। এই পরীক্ষাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে খুব দ্রুত সময়ের মধ্যেই শুরুর চেষ্টা চলছে। চলমান বিধিনিষেধ উঠে গেলেই ১০-১৫ দিনের নোটিশে পরীক্ষা শুরু করা হবে।
এদিকে, ২০১৯ সালের অনার্স ২য় বর্ষের অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন) এবং ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের (নতুন সিলেবাস) অসমাপ্ত পরীক্ষাগুলো চলতি জুন মাসেই শুরু করার সম্ভাবনা রয়েছে। যারা এখনো ফরম পূরণ করতে পারেনি, তারা ১০ জুন পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন।
এছাড়া মাস্টার্স ফাইনাল, প্রিলি ও স্নাতক ১ম, ২য়, ৩য় বর্ষের সব পরীক্ষাও দ্রুত শুরু করার জন্য শিগগিরই কলেজগুলোর অধ্যক্ষরা বৈঠকে বসবেন।