৭ কলেজের পরীক্ষা শুরু ১৪ জানুয়ারি

Rate this post

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব, মাস্টার্স প্রিলিমিনারি ও পুরোনো শিক্ষার্থীদের ডিগ্রি স্পেশাল ব্যাচের পরীক্ষা ১৪ জানুয়ারি ২০২১ থেকে শুরু হবে।

>> ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের ২০১৭ সালের এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএ শেষ পর্ব অসমাপ্ত পরীক্ষার রুটিন ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। রুটিন পেতে ক্লিক করুন : https://edudaily24.com/27351

আর ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা ২৫ জানুয়ারি ২০২১ তারিখ থেকে শুরু হবে। ২০১৮ সালের ডিগ্রি পাস ৩য় বর্ষ পরীক্ষা ও ২০১৯ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ফেব্রুয়ারি ১ম সপ্তাহে শুরু হবে।

আর ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

২৬ ডিসেম্বর ২০২০ (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সরকারি ৭ কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, স্বাস্থ্য বিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের নিয়ম অনুসরণ করে ৭ কলেজের পরীক্ষা নেয়া হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলেই এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর জন্য দ্রুত আবেদন করা হবে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *