সমন্বিত ৭ ব্যাংকের অফিসার ক্যাশ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ২০২২ প্রকাশিত করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে প্রার্থীরা প্রবেশপত্র / এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষায় যেসব প্রার্থীদের অংশ নেওয়ার যোগ্যতা আছে অর্থাৎ যারা প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন, কেবল তারাই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
নিয়োগ কর্তৃপক্ষ : | বাংলাদেশ ব্যাংক – ব্যাংকার্স সিলেকশন কমিটি |
পদের নাম : | অফিসার (ক্যাশ) |
পদের সংখ্যা : | ১,৭২০টি |
MCQ পরীক্ষার তারিখ : | – |
এডমিট ডাউনলোডের শেষ তারিখ : | ২২ জানুয়ারি ২০২৩ |
ওয়েবসাইট : | https://erecruitment.bb.org.bd |
ব্যাংক ৭টি হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অফিসার (ক্যাশ)-এর ২০২০ সালভিত্তিক ১ হাজার ৭২০টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা আবেদন করেছিলেন, তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ২২ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নির্ধারিত এই তারিখের পর প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে না।
উল্লেখ্য পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।