শিক্ষা বার্তা

বাদপড়া ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ

২০২০ সালে বাদপড়া ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দিল ঢাকা শিক্ষা বোর্ড। ২০২০ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এবং ২০১৮ ও ২০১৯ সালে রেজিস্ট্রেশনকৃত যেসব শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের রেজিস্ট্রেশন নবায়ন প্রসঙ্গে ১৭ ডিসেম্বর ২০২০ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তি টি এখানে দেয়া হলো–

উপযুক্ত বিষয়ে অত্র বাের্ডের আওতাধীন নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অনুমােদিত এবং স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে,

১। ২০২০ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিপূর্বে শেষ হয়েছে এবং

বেশ কয়েকবার সংযােজন বা সংশােধনের সুযােগ দেয়া হয়েছিল।

কোভিড- ১৯ মহামারির কারণে এখানাে পর্যন্ত কিছুসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি।

এছাড়া যেসমস্ত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে, এরূপ শিক্ষার্থীদের আগামী ২০/১২/২০২০ হতে ২২/১২/২০২০ তারিখ পর্যন্ত অনলাইনে (বিলম্ব ফি ব্যতিত নির্ধারিত খাতে সােনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা যাবে।

২। ২০১৮ ও ২০১৯ সালের যেসকল রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে,

সেসকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাের্ডের বিদ্যালয় শাখার মাধ্যমে নির্ধারিত ফি সােনালী সেবার মাধ্যমে জমা দিয়ে নবায়ন করতে হবে।

উক্ত বর্ধিত তারিখের পর আর কোন বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হবে না।

এর মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন না করলে দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

এডু ডেইলি ২৪