চাকরির খবর

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩ PDF : ক্যাডার পদ ৩৪০০টি

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩ (46th BCS circular 2023) প্রকাশিত হতে যাচ্ছে ৩০ নভেম্বর ২০২৩। এই বিসিএসে ক্যাডার ও নন–ক্যাডার পদ নির্দিষ্ট করা হয়েছে। গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি ক্যাডার পদ রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ৪৬তম বিসিএসের চাহিদাপত্র পাঠিয়েছে। 

 

BPSC 46th BCS circular : Cadre & Non-cadre summary
Circular published (PDF file)
30 November 2023
Application starts
1st December 2023
Application ends 31 December 2023
Total posts 3,100 (Cadre & Non-Cadre)
Salary grade 9th grade
Qualifications
Bachelor (Honors) / Degree
Application fee (Taka) 700 Taka
Application type Online application
Application’s link/ form Check above
Recruitment steps Preliminary, written & Viva
Source https://bpsc.portal.gov.bd

 

৪৬ তম বিসিএস : ক্যাডার পদ ৩১০০ ও নন-ক্যাডার ৩০০ পদ

পিএসসি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয় যেসব পদ পাঠিয়েছে, সেখান থেকে ক্যাডারের ৩ হাজার ১০০ পদ ও নন–ক্যাডারে ৩০০ পদ নির্দিষ্ট করা হচ্ছে, যা বৃহস্পতিবার বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে। পিএসসি বলছে, ক্যাডারে ও নন–ক্যাডারে এই পদ মানেই চূড়ান্ত নয়, এটি সরকার বাড়াতে পারে। তাই ক্যাডার ও নন–ক্যাডারের পদ এটাই চূড়ান্ত নয়। ওই সূত্র জানায়, ৪৬তম বিসিএসে আবেদনের বয়স গণনা হবে ১ নভেম্বর থেকে। বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হবে। তবে কোন ক্যাডারে কতজন নেওয়া হবে, সেটি নির্দিষ্ট করে না বললেও স্বাস্থ্য ক্যাডারে উল্লেখযোগ্য পদে আবেদনের সুযোগ রাখা হবে বলে জানা গেছে। পিএসসি সূত্রটি আরও জানায়, সর্বশেষ ৪৫তম বিসিএস ছিল গত পাঁচ বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি পদ। এবার ৪৬তম বিসিএসে রেকর্ড হচ্ছে। এটি গত ছয় বিসিএসকে ছাড়িয়ে যাবে। ৪৫তম বিসিএসে প্রথম ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারের পদও উল্লেখ রেখে বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।

 

কোন বিসিএসে কত পদ

  • ৩৪তম বিসিএসে ২ হাজার ১৫৯ জন
  • ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩
  • ৩৬তম বিসিএসে ২ হাজার ১৮০
  • ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬
    ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪
  • ৪০তম বিসিএসে ১ হাজার ৯২৯
  • ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জন।
  • ৪৩তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন
  • ৪৪তম থেকে ১ হাজার ৭১০
  • ৪৫তম থেকে ২ হাজার ৩০৯ জন

বিভিন্ন ক্যাডারে উল্লিখিত সংখ্যক পদে নিয়োগ দেওয়া হয়। ৩৯তম ও ৪২তম বিসিএস দুটি ছিল চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস।

 

বিসিএস আবেদনের যোগ্যতা

বিসিএস ক্যাডার হতে হলে আপনাকে অবশ্যই বিসিএস পরীক্ষার সমস্ত ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হতে হবে। বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা মূলতঃ বিসিএস পরীক্ষা দেয়ার যোগ্যতা গুলোই। বিসিএস ক্যাডার হতে হলে আপনাকে প্রথমে প্রাথমিক যোগ্যতা অর্থাৎ শিক্ষা, বয়স, নাগরিকত্ব এই তিন যোগ্যতা পূরণ করতে হবে।

  • শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স অথবা মাস্টার্স ডিগ্রী অথবা তার সমমান ডিগ্রি থাকতে হবে।
  • বয়স : ২১ থেকে ৩০ বছর।
  • নাগরিকত্ব : বাংলাদেশি নাগরিক হতে হবে।

 

বিসিএস ক্যাডারের বেতন কত টাকা?

একজন বিসিএস ক্যাডার (BCS Cadre) এর বেতন নির্দিষ্ট নয়। বেতন নির্ভর করে তাদের পদের উপর। অর্থাৎ যে যেই পদে কর্মরত থাকে তার বেতন সেই পদ অনুযায়ী ধার্য করা হয়। আবার, নতুন বিসিএস ক্যাডারের বেতন এবং কয়েক বছর চাকরী করে প্রমোশন পাওয়া বিসিএস ক্যাডারের বেতন ভিন্ন।

একজন বিসিএস ক্যাডার চাকরির শুরুতে ৯ম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হন। ৯ম গ্রেডের বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা। চাকরিতে প্রবেশের সময়ে একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেয়ে মুল বেতন দাঁড়ায় ২৩,১০০/- টাকা ।

৯ম গ্রেডের বেতন :

  • অর্থনৈতিক কোড – ৩১১১৩০১ মুল বেতনঃ ২৩,১০০ /- টাকা।
  • অর্থনৈতিক কোড – ৩১১১৩১০ বাড়িভাড়া ভাতাঃ ১৩,৮৬০/- টাকা।
  • ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য ৬০% ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট,  বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য ৫০% এবং অন্যান্য স্থানের জন্য ৪৫%।
  • অর্থনৈতিক কোড – ৩১১১৩১১ মেডিকেল ভাতাঃ ১৫০০/- টাকা।
  • অর্থনৈতিক কোড – ৩১১১৩০৬ শিক্ষা ভাতাঃ ১০০০/- টাকা ( দুই সন্তানের জন্য।

মোট বেতন ভাতাদি= (২৩,১০০ + ১৩,৮৬০ + ১৫০০) = ৩৮,৪৬০ টাকা।

 

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩ PDF

46th BCS circular download : https://bpsc.gov.bd

 

আরো পড়ুন : বিসিএস ক্যাডার লিস্ট

এডু ডেইলি ২৪