মোবাইলে বাংলা লেখার নিয়ম ও কিবোর্ড অ্যাপ ডাউনলোড

Rate this post

মোবাইলে বাংলা লেখার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চান। আসলে মোবাইল বা স্মার্টফোনে বাংলা টাইপ করা খুবই সহজ। অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের প্লেস্টোর থেকে একটি বাংলা কিবোর্ড অ্যাপ ডাউনলোড করলেই সহজে বাংলা টাইপ করতে পারবেন।

১। জিবোর্ড – Gboard :
বাংলা টাইপ করার জন্য সবচেয়ে সেরা অ্যাপ হচ্ছে গুগলের তৈরি বাংলা কিবোর্ড অ্যাপ জিবোর্ড (Gboard) বা গুগল কিবোর্ড। জিবোর্ড বাংলা কিবোর্ড অ্যাপে আছে একাধিক টাইপিং সুবিধা, যেমন – গ্লাইড টাইপিং, ভয়েস টাইপিং এমনকি হ্যান্ডরাইটিং বেসড টাইপিং। এছাড়াও কিবোর্ডে বিল্ট-ইন গুগল ট্রান্সলেট সুবিধা রয়েছে। এছাড়া কোনো শব্দ টাইপ করার সময় সঠিক বা সম্ভাব্য বানান প্রদর্শিত হবে। যথারীতি অনেক রকমের ইমোজিও যুক্ত করা হয়েছে এই কিবোর্ডটিতে।

জিবোর্ড অ্যাপের অ্যান্ড্রয়েড ও আইফোনের আইওএস সংস্করণ পাওয়া যাবে।
>> ডাউনলোড করতে ক্লিক করুনঅ্যান্ড্রয়েড আইওএস


২। রিদমিক কিবোর্ড – Ridmik Keyboard :

স্মার্টফোনে বাংলা টাইপ করার জনপ্রিয় একটি দেশি অ্যাপ হচ্ছে রিদমিক কিবোর্ড (Ridmik Keyboard)। ইংরেজি বাটনে ফোনেটিক বাংলা টাইপিংসহ বিভিন্ন থিম বা লে-আউটে সহজে বাংলা টাইপ করা যাবে রিদমিক কিবোর্ড দিয়ে। ন্যাশনাল এবং প্রভাত টাইপিং লে-আউটও রয়েছে রিদমিক বাংলা কিবোর্ড অ্যাপে।

রিদমিক অ্যাপের অ্যান্ড্রয়েড ও আইফোনের আইওএস সংস্করণ পাওয়া যাবে।
>> ডাউনলোড করতে ক্লিক করুনঅ্যান্ড্রয়েড আইওএস

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.