৯ম শ্রেণিতে ভর্তিতে বয়স ১২ বছর হতে হবে

Rate this post

৯ম শ্রেণিতে ভর্তিতে বয়স ১২ বছর পূর্ণ হতে হবে। কোনো ছাত্র-ছাত্রীর বয়স ১২ বছর পূর্ণ না হলে কিংবা ১৮ বছরের বেশি হলে এখন থেকে ৯ম শ্রেণিতে ভর্তি হতে পারবে না বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

সম্প্রতি ২০২১-২২ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ওই বিজ্ঞপ্তিতেই এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বিলম্ব ফিসহ ৩১১ টাকা।

জনপ্রতি বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা। এই শিক্ষাবর্ষে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে যেসব নির্দেশাবলি দেওয়া হয়েছে তার মধ্যে আছে—

১. জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে দেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অবশ্যই নবম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

২. কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছর পূর্ণ না হলে এবং ১৮ বছরের অধিক হলে নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না।

৩. ঢাকা বোর্ডের ওয়েবসাইটে OEMS/eSIF বাটনে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। ‘সোনালী সেবা’র মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে স্লিপটি প্রিন্ট করতে হবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.