স্কুল কি আবার বন্ধ হবে? ফেসবুকে গুজব

Rate this post

স্কুল কি আবার বন্ধ হবে? ফেসবুক-ইউটিউবে নানা রকম তথ্য ও গুজবের ফলে দ্বিধাদ্বন্দ্বে শিক্ষার্থী ও অভিভাবকরা। সম্প্রতি অনলাইন মাধ্যমে “শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে” বলে গুজব রটানো হচ্ছে।

স্কুল-কলেজ বন্ধের ঘোষণা সঠিক নয় বলে ১৫ জানুয়ারি ২০২২ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

১৫ জানুয়ারি (শনিবার) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গুজবের ব্যাপারে সবাইকে সতর্ক করে বলা হয়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের আবার সভা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা দেওয়া নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য দেওয়া থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হলো।

School will be closed again? [ Video ]

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.