প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি ২ দিন!

Rate this post

দেশের প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি ২ দিন করা হচ্ছে। সদ্য অনুমোদিত নতুন শিক্ষাক্রমের রূপরেখায় প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি করার কথা বলা হয়েছে। ২০২৩ সাল থেকে প্রাক-প্রাথমিক থেকে উচ্চ-মাধ্যমিক স্তর পর্যন্ত এই নতুন শিক্ষাক্রম কার্যকর বা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।

৩০ মে ২০২২ (সোমবার) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) যৌথ সভায় এই রূপরেখার অনুমোদন দেওয়া হয়। এই সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুমোদিত নতুন শিক্ষাক্রমের রূপরেখায় প্রাথমিকে ৩য় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না। ৪র্থ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়তে হবে ৮টি বই। তবে সব শ্রেণিতেই শিখনকালীন মূল্যায়নেই বেশি জোর দেওয়া হয়েছে। বর্তমান পদ্ধতিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা থাকছে না।

২০২৩ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। তবে, এরই মধ্যে মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়নও শুরু হয়ে গেছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.