কারা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান ২০২৩ [কারারক্ষী পদের শারীরিক যাচাই]

5/5 - (1 vote)

বাংলাদেশ কারা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান ২০২৩ [শারীরিক যোগ্যতা যাচাই] সম্পর্কিত বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নারী ও পুরুষ কারারক্ষী পদে আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা শুরু হবে ১৯ জানুয়ারি থেকে ঢাকায়। কারা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বাছাই পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের লিংক ও শারীরিক পরীক্ষার সূচি নিচে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই নিয়োগ কার্যক্রমের মাধ্যমে চূড়ান্ত ধাপে পুরুষ কারারক্ষী পদে ৩৫৪ জন এবং নারী কারারক্ষী পদে ২৯ জন নেওয়া হবে।

কারা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার তারিখ কবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী ও পুরুষ কারারক্ষী পদে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা ১৯ জানুয়ারি শুরু, চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। রাজধানীর বকশীবাজারের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রতিদিন সকাল আটটায় পরীক্ষা শুরু হবে।

১৯ জানুয়ারি রংপুর বিভাগের পুরুষ প্রার্থীদের পরীক্ষা, ২১ জানুয়ারি চট্টগ্রাম ও বরিশালের পুরুষ প্রার্থীদের, ২২ জানুয়ারি রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের পুরুষ প্রার্থীদের পরীক্ষা, ২৩ জানুয়ারি খুলনার পুরুষ প্রার্থীদের পরীক্ষা এবং ২৪ জানুয়ারি ঢাকা বিভাগের ও সব বিভাগের নারী প্রার্থীদের পরীক্ষা হবে।

প্রবেশপত্র

আবেদনকারী প্রার্থীদের http://prison.teletalk.com.bd/admitcard/index.php ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র নিয়ে নির্ধারিত তারিখে বিভাগীয় প্রার্থীদের উপস্থিত হতে হবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.