ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাঠদান প্রত্যাহার

3.3/5 - (7 votes)

বিতর্কের কারণে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাঠদান প্রত্যাহার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এই দুইটি বইয়ে ভুল তথ্য উপস্থাপন হয়েছে বলে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় মাধ্যমিক পর্যায়ের এই দুই শ্রেণির বই ২টির পাঠদান স্থগিত বা প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। বই দুটির কিছু অধ্যায় সংশোধন করে আবার সরবরাহ করবে কর্তৃপক্ষ।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুশীলনী পাঠ’ এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ বই দুটিরও কিছু অধ্যায় সংশোধন করা হবে। যা শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হবে।

এবার প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। এ জন্য বইগুলো পরিবর্তন হয়েছে। বইয়ের বিষয়বস্তু ও বিন্যাসে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কয়েকটি বইয়ের কিছু বিষয়বস্তু নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে ২টি কমিটিও গঠন করেছে। কিন্তু কমিটি ২টির কাজ শেষ হওয়ার আগেই আজ ছুটির দিনে আকস্মিকভাবে বই ২টি পাঠদান থেকে প্রত্যাহারের কথা জানাল এনসিটিবি।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.