ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪

5/5 - (2 votes)

আগামী শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এক শিফট ও দুই শিফটের স্কুলের জন্য আলাদা রুটিন প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ রুটিন প্রণয়ন করেছে। ২৮ ডিসেম্বর ২০২৩ এই রুটিন প্রকাশিত হয়েছে।

নতুন রুটিন অনুযায়ী এক শিফটের স্কুলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর দুই শিফটের স্কুলগুলো চলবে সকাল সাড়ে ৭টা থেকে ৫টা পর্যন্ত। প্রথম শিফট সাড়ে ১২টায় শেষ হয়ে দ্বিতীয় শিফট শুরু হবে।

এনসিটিবি জানিয়েছে, রুটিনে যেভাবে যে বিষয় উল্লেখ আছে সেভাবেই ক্লাস নিতে হবে। তবে বিশেষ প্রয়োজনে একই দিনের বিষয়গুলোর পিরিয়ড পারস্পারিক পরিবর্তন করা যাবে। আর রুটিনে দশম শ্রেণির অংশ ফাকা রাখা হয়েছে। স্কুলগুলোকে দশম শ্রেণির রুটিনের বিষয়গুলো নিজেদের মতো করতে হবে।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ধারাবাহিকতায় আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতেও নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হচ্ছে। নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে শিক্ষার্থীদের ছয় পিরিয়ড ক্লাস হবে। তবে আগের শিক্ষাক্রমের দশম শ্রেণি শিক্ষার্থীদের ক্লাস হবে সাত পিরিয়ড।

 

ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪

Class 6 to 10 class routine 2024 pdf download link: https://dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/bade2feb_c6cb_49e3_a914_de223dda2fec/ক্লাস%20রুটিন.pdf

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.