বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গুগল পে চালু হলো, কিভাবে ব্যবহার করবেন

Rate this post

ঢাকা, ২৪ জুন ২০২৫: বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলোগুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে চালু হলো । Google Pay সেবাটি শুরু করেছে সিটি ব্যাংক পিএলসি, গুগল, মাস্টারকার্ড ও ভিসার যৌথ সহযোগিতায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

মাসরুর আরেফিন বলেন, “এই অংশীদারিত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনে আমাদের প্রতিশ্রুতির একটি বড় পদক্ষেপ।”

গুগল পে-তে সিটি ব্যাংক বাংলাদেশের প্রথম অংশীদার

সিটি ব্যাংক গুগল পে-এর সঙ্গে যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে। প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটে তাদের কার্ড যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন।

কিভাবে গুগল পে ব্যবহার করবেন?

ব্যবহারকারীদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং Google Pay অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর যেকোনো POS (Point-of-Sale) টার্মিনাল-এ ফোন ট্যাপ করে দ্রুত, নিরাপদ ও কার্ডবিহীন লেনদেন করা যাবে।

গুগল পে-এর নিরাপত্তা ও চার্জ

গুগল পে লেনদেনের জন্য কোনো ফি নেয় না এবং গ্রাহকের কার্ড তথ্যের পরিবর্তে একটি নিরাপদ টোকেন সিস্টেম ব্যবহার করে, যা ডেটা নিরাপত্তা নিশ্চিত করে।

ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে, এই ডিজিটাল পেমেন্ট সার্ভিস আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.