বিকাশে ২০০০ টাকা বোনাস কি সত্যিই দিচ্ছে? বিকাশ কাস্টমার কেয়ার যা বললো

বিকাশে ২০০০ টাকা বোনাস কি সত্যিই দিচ্ছে?
বিকাশে ২০০০ টাকা বোনাস কি সত্যিই দিচ্ছে?
5/5 - (3 votes)

বিকাশে ২০০০ টাকা বোনাস কি সত্যিই দিচ্ছে? গত কয়েক দিন ধরে সবার মনে একই প্রশ্ন। ফেসবুকে একটি বার্তা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, সেখানে দাবি করা হচ্ছে বিকাশ সব গ্রাহককে দুই হাজার টাকা করে বোনাস দিচ্ছে। অনেকে লিংকটি অনুসরণ করে ফরম পূরণ করছেন। সাধধান! এটি একটি প্রতারণা।

লিংকে ক্লিক করলে আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে। এমনকি বিকাশ একাউন্টও হ্যাক হয়ার আশঙ্কা আছে!অনুসন্ধান করে জানা গেছে, এটি একটি ভুয়া প্রচারণা এবং প্রতারণামূলক ফাঁদ। প্রতারকদের দেয়া লিংকে যদি কোনো ভুক্তভোগী ক্লিক করের ফরম পূরণ করে, তাহলে গ্রাহকদের পিন নম্বর ও ওটিপি চাওয়া চাচ্ছে প্রতারকরা, যা স্পষ্টভাবে একটি ফিশিং অ্যাটাক বা প্রতারণার কৌশল।

প্রতারকদের পাঠানো বা পোস্ট করা লিংকটিতে ঢুকলেই একটি বিকাশ সদৃশ ইন্টারফেসে ফর্ম পূরণ করে বোনাস নেয়ার কথা বলা হচ্ছে। এমনকি সেখানে কিছু ভুয়া মন্তব্যও রয়েছে যেখানে কিছু ব্যক্তি দাবি করেছেন, তারা বোনাস পেয়েছেন। আসলে এগুলো মিথ্যা।

 

বিকাশ কাস্টমার কেয়ার যা বললো

বিকাশ কর্তৃপক্ষ অফিসিয়ালি এমন চটকদার অফারের ঘোষণা দেয়নি। বিকাশের কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও জানা গেছে, ফেসবুকে ভাইরাল হওয়া ২০০০ টাকা বোনাস দেয়ার এই বার্তাটি ভুয়া।

 

বিকাশে ২০০০ টাকা বোনাস কি সত্যিই দিচ্ছে? জানুন আসল ঘটনা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.