সেনাবাহিনী ৯২ তম বিএমএ লং কোর্স সার্কুলার ২০২৩ [কমিশন্ড অফিসার]

বাংলাদেশ সেনাবাহিনী ৯২ তম বিএমএ লং কোর্স সার্কুলার ২০২৩ (Bangladesh Army 92nd BMA long course 2023)-এ কমিশন্ড অফিসার পদে চাকরির সুযোগ পাওয়া যাবে। দীর্ঘ মেয়াদী (লং) এই কোর্সের আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২১ অক্টোবর ২০২৩। বিস্তারিত নির্দেশাবলী এবং অনলাইনে (https://joinbangladesharmy.army.mil.bd) আবেদন করার Circular দেখুন।

 

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩

বাহিনীর নাম বাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army)
কোর্স / ব্যাচ ৯২তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স
পদ কমিশন্ড অফিসার
পদের সংখ্যা উল্লেখ করা হয়নি
আবেদনের শেষ তারিখ ২১ অক্টোবর ২০২৩
আবেদনের ওয়েবসাইট https://joinbangladesharmy.army.mil.bd
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৩ – Bangladesh army job 2023

 

Bangladesh army 92nd BMA long course 2023

Course Name/Category Apply Deadline  
92nd BMA Long Course Starts: 25 August 2023
Ends: 21 October 2023
 
Bangladesh army 92nd BMA long course 2023

 

৯২তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

আবেদনের সময়কাল: ২৫ আগস্ট ২০২৩ হতে ২১ অক্টোবর ২০২৩

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হলো।

আবেদন ফি: ১০০০/- (এক হাজার) টাকা (অফেরতযোগ্য)

বিশেষভাবে লক্ষ্যনীয় : এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র কমিশন্ড অফিসারের নিয়োগ আবেদন গ্রহণ করা হয়। সৈনিক বা অন্যান্য পদের আবেদনের জন্য http://sainik.teletalk.com.bd/ লিঙ্কে ক্লিক করুন।

 

বিশেষ নির্দেশনা

১. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

 

প্রার্থী বা আবেদনকারীর ধরন

বিশেষ ভাবে লক্ষ্যনীয়, আবেদন শুরুর পূর্বে আবেদনকারীর ধরণ অংশটি পড়ে আপনার প্রার্থীতার ধরণ নির্ধারণ করুন।

ক্যাটাগরি প্রার্থীর বিবরণ
সাধারণ (General) ১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
ক্যাডেট কলেজ (Cadet College) শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে ক্যাডেট নাম্বার, ব্যাচ নাম্বার এবং ক্যাডেট কলেজের নাম উল্লেখ করতে হবে।
এমসিএসকে (MCSK) প্রার্থী শুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে এমসিএসকে নাম্বার, ব্যাচ নাম্বার উল্লেখ করতে হবে।
বিএনসিসি প্রার্থী (BNCC) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে বিএনসিসি ক্যাডেট নাম্বার এবং রেজিমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী (Serving Sainik) বর্তমানে যে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনীতে (সেনা/নৌ/বিমান বাহিনী) কর্মরত আছেন শুধুমাত্র সে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে সৈনিক নাম্বার, বর্তমানে কর্মরত ইউনিটের নাম এবং যোগদানের তারিখ উল্লেখ করতে হবে।
প্রার্থী বা আবেদনকারীর ধরন

 

প্রার্থীর বয়স

০১ জুলাই ২০২৪ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জুলাই ২০২৪ তারিখে ১৮-২৩ বছর।

 

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম)

(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌’ও‌’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।
অথবা,
‘‌‌‌‌‌‌‌‌‌‌ও’‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
(৪) ২০২৩ সালের নিয়মিত এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৩ সালের নিয়মিত এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/’ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি’তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।

 

শারীরিক যোগ্যতা (ন্যূনতম)

শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
ওজন* ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড) ৪৬ কিলোগ্রাম (১০০ পাউন্ড)
বুক স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
  • জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ’তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেয়া হলো।

 

প্রার্থী নির্বাচন পদ্ধতি

  • ১। প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা : প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ২৯ অক্টোবর ২০২৩ হতে ০৯ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোন দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে।
  • ২। লিখিত পরীক্ষা : প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজী, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী ২৪ নভেম্বর ২০২৩ (শুক্রবার) তারিখ ০৯০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর ২০২৩ মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইটে (https://joinbangladesharmy.army.mil.bd) প্রকাশ করা হবে।
  • ৩। আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা : লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইট (www.issb-bd.org) এ প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার বহন করবে।
  • ৪। চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা : আইএসএসবি পরীক্ষার পরে প্রার্থীদেরকে চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • ৫। চুড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান : স্বাস্থ্য পরীক্ষায় চুড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাসদর, এজি’র শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।

 

বিএমএ লং কোর্স কি

  • বাংলাদেশ মিলিটারি একাডেমি (BMA)-তে বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে ৩ বছরের দীর্ঘমেয়াদী (লং কোর্সে) প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।
  • বিএমএ ত্রি-মাত্রিক প্রশিক্ষণ পদ্ধতি অবলম্বন করে, যার মধ্যে সামরিক প্রশিক্ষণ, শিক্ষায়তনিক উৎকর্ষ এবং চরিত্র গঠন অন্তর্ভুক্ত।
  • BMA প্রধানত বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্তির লক্ষ্যে জেন্টালম্যান ও জেন্টালওম্যান ক্যাডেটদের প্রশিক্ষণ দিয়ে থাকে।
  • BMA বাংলাদেশ জনপ্রশাসন (বিসিএস) কর্মকর্তাগণের জন্য পরিচিতি কোর্স এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (BNCC) অধ্যাপক/শিক্ষক কর্মকর্তাগণের জন্য প্রাক-কমিশন প্রশিক্ষণ প্রদান করে থাকে।
  • লং কোর্সের (সেনা) ক্যাডেটগণ বিইউপির পাঠ্যক্রমানুসারে বিএমএ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

 

বিএমএ প্রশিক্ষণ সূচি ও সময়কাল

  • লং (দীর্ঘ মেয়াদী) কোর্স- ১৫৬ সপ্তাহ।
  • বিএমএ স্পেশাল রেগুলার কোর্স- ২৩ সপ্তাহ।
  • বেসিক মিলিটারী ট্রেনিং কোর্স- ২৩ সপ্তাহ।
  • জয়েন্ট সার্ভিসেস কোর্স- ১০ সপ্তাহ (বাংলাদেশ নৌ ও বিমান ক্যাডেট)।
  • শর্ট সার্ভিস কমিশন- ৪৯ সপ্তাহ।
  • গ্রাজুয়েট কোর্স- ৪৯ সপ্তাহ।
  • ডাইরেক্ট শর্ট সার্ভিস কমিশন- ২৩ সপ্তাহ।
  • পটেনশিয়াল প্ল্যাটুন কমান্ডার্স কোর্স- ০৫ সপ্তাহ।
  • ড্রিল ইনস্ট্রাক্টর কোর্স-০৭ সপ্তাহ।
  • বিসিএস অফিসার্স অরিয়েন্টরশন কোর্স উইক্স (বিএমএ-তে ০১ সপ্তাহ)- ০৫।
  • প্রি-কমিশন ট্রেনিং- বিএনসিসি- ০৮ সপ্তাহ।

 

বাংলাদেশ সেনাবাহিনী ৯২ তম বিএমএ লং কোর্স সার্কুলার

বাংলাদেশ সেনাবাহিনী ৯২ তম বিএমএ লং কোর্স সার্কুলার - Bangladesh army job circular 2023 92nd BMA long course pdf / image download
বাংলাদেশ সেনাবাহিনী ৯২ তম বিএমএ লং কোর্স সার্কুলার – Bangladesh army job circular 2023 92nd BMA long course pdf / image download

 

Bangladesh army job circular 2023 92nd BMA long course pdf / image download