বাংলা বর্ণমালার অ আ ক খ এর ছবি / ক খ গ ঘ বর্ণমালা ছবি / বাংলা বর্ণ দিয়ে শব্দ গঠন : বাংলা ভাষায় ৫০টি বাংলা বর্ণমালা রয়েছে। এর মধ্যে স্বরবর্ণ অর্থাৎ অ আ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ অর্থাৎ ক খ ৩৯ টি। বাংলা বর্ণ হচ্ছে বাংলা ভাষায় লিখার জন্য কিছু সাংকেতিক চিহ্ন। সকল বর্ণকে এক সাথে বর্ণমালা বলে।
এই বর্ণগুলো পূর্ব নাগরী লিপি থেকে উদ্ভব হয়েছে বলে বিভিন্ন তথ্য সূত্র হতে জানা যায়। তাছাড়াও বাংলা লিপি সিদ্ধং লিপি হতে আবির্ভুত হয়েছে এমনটাও মনে করা হয়। পূর্ব নাগরী লিপি অথবা বাংলা লিপি বিশ্বের ৫ম ব্যবহৃত লিখন পদ্ধতি।
বাংলা বর্ণমালাকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয় :
১. স্বরবর্ণ
২. ব্যঞ্জনবর্ণ
১. স্বরবর্ণ: স্বরধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে বলা হয় স্বরবর্ণ। বাংলা ভাষায় স্বরবর্ণ ১১টি।
যথা: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।
২. ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়। বাংলা ভাষায় সর্বমোট ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
বর্ণের মাত্রা | সংখ্যা | স্বরবর্ণ | ব্যঞ্জনবর্ণ |
মাত্রাহীন বর্ণ | ১০টি | ৪টি (এ, ঐ, ও, ঔ) | ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ) |
অর্ধমাত্রার বর্ণ | ৮টি | ১টি (ঋ) | ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ) |
পূর্ণমাত্রার বর্ণ | ৩২টি | ৬টি (অ, আ, ই, ঈ, উ, ঊ) | ২৬টি |
বাংলা ভাষায় ১১ টি স্বরবর্ণ রয়েছে। এই ১১ টি স্বরবর্ণ নিম্নে দেওয়া হলো –
অ | আ | ই | ঈ | উ |
ঊ | ঋ | এ | ঐ | ও |
ঔ |
বাংলা ভাষায় ৩৯ টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। এই ৩৯ টি ব্যঞ্জবর্ণ নিম্নে দেওয়া হলো –
ক | খ | গ | ঘ | ঙ |
চ | ছ | জ | ঝ | ঞ |
ট | ঠ | ড | ঢ | ণ |
ত | থ | দ | ধ | ন |
প | ফ | ব | ভ | ম |
য | র | ল | শ | ষ |
স | হ | ড় | ঢ় | য় |
ৎ | ং | ঃ | ঁ |
বাংলা বর্ণ | শব্দ |
অ | অজগর |
আ | আম |
ই | ইলিশ |
ঈ | ঈগল |
উ | উট |
ঊ | ঊষা |
ঋ | ঋতু |
এ | একতারা |
ঐ | ঐরাবত |
ও | ওল |
ঔ | ঔষধ |
ক | কলম, কলা, |
খ | খরগোশ |
গ | গরু |
ঘ | ঘর |
ঙ | ব্যাঙ, লাঙল |
চ | চড়ুই |
ছ | ছড়ি |
জ | জবা, জল |
ঝ | ঝর্ণা, ঝড় |
ঞ | মিঞা |
ট | টগর |
ঠ | ঠোঙা |
ড | ডাব |
ঢ | ঢাক |
ণ | চরণ, হরিণ |
ত | তবলা, তরকারি, তরমুজ |
থ | থলে |
দ | দই |
ধ | ধনিয়া, ধনুক |
ন | নদী, নখ |
প | পটল, পড়াশোনা, পদ্ম, পদ্মা |
ফ | ফড়িং, ফল, ফসল |
ব | বই, বটগাছ, বড়শি, বরই, বক, বকুল, |
ভ | ভক্তি, ভবন, ভাল্লুক |
ম | ময়ূর, মহিষ, মগ, ময়না |
য | যব, যত্ন, যন্ত্র |
র | রজনীগন্ধা, রং, রশি, রসুন |
ল | লঞ্চ, লতা, লবণ |
শ | শসা |
ষ | ষাড়, ষড়ঋতু, মহিষ |
স | সমুদ্র, সম্রাট |
হ | হরিণ, হলুদ |
ড় | পাহাড়, বড়শি |
ঢ় | আষাঢ় |
য় | ময়না |
ৎ | উৎসব, কৎবেল, চিকিৎসা |
ং | ফড়িং, রং |
ঃ | দুঃখ |
ঁ | চাঁদ |
আদ্য-অ ধ্বনি উচ্চারণের নিয়মগুলো হলো :
বাংলা বর্ণমালা পূর্ণাঙ্গভাবে শেখার জন্য আমার বাংলা বই PDF ডাউনলোড করতে পারো : https://edudaily24.files.wordpress.com/2023/09/amar-bangla-boi.pdf