বাংলাদেশ টেলিভিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | ১৩৪ পদে চাকরির সুযোগ

বাংলাদেশ টেলিভিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Bangladesh television job circular 2023) প্রকাশিত হয়েছে। ৩১ ক্যাটাগরির স্থায়ী ও অস্থায়ী পদে মোট ১৩৪ জন নিয়োগ দেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রার্থীদের অনলাইনে (http://btv.teletalk.com.bd) আবেদন করতে হবে ২ মে থেকে ৩০ মে ২০২৩ তারিখ বিকাল ৫টার মধ্যে। উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন, সাধারণত বিটিভি নামে পরিচিত, হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা। এটি মূলে ১৯৬৪ সালে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের পূর্ব পাকিস্তান বিভাগ হিসেবে স্থাপিত হয়।

বিটিভি নিয়োগ ২০২৩

নিয়োগ কর্তৃপক্ষ / প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)
চাকরির ধরনসরকারি (স্থায়ী ও অস্থায়ী)
পদের সংখ্যা১৩৪টি
আবেদনের তারিখ২ মে থেকে ৩০ মে ২০২৩
আবেদনের লিংকhttp://btv.teletalk.com.bd
বিটিভি নিয়োগ ২০২৩ – BTV job circular 2023

বিটিভিতে কোন কোন পদে চাকরির সুযোগ দেবে

  • ১. পদের নাম: বাদ্যযন্ত্রী
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড–১২)
  • ২. পদের নাম: স্থিরচিত্রগ্রাহক
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
  • ৩. পদের নাম: প্রযোজনা সহযোগী/প্রযোজনা সহকারী
    পদসংখ্যা: ১৮
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • ৪. পদের নাম: ট্রান্সমিশন/ভিটিআর রেকর্ড কিপার
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • ৫. পদের নাম: রূপকার
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৬. পদের নাম: ওয়ার্ডরোব সহকারী
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • ৭. পদের নাম: সহকারী হিসাবরক্ষক
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • ৮. পদের নাম: টেলিভিশন টেকনিশিয়ান
    পদসংখ্যা: ১৮
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • ৯. পদের নাম: বিজ্ঞাপন সহকারী
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • ১০. পদের নাম: টেলিপ্রিন্টার অপারেটর
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

  • ১১. পদের নাম: হিসাব সহকারী
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ১২. পদের নাম: লাইসেন্স পরিদর্শক
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ১৩. পদের নাম: উচ্চমান সহকারী
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ১৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ১৫. পদের নাম: নিরাপত্তা পরিদর্শক
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ১৬. পদের নাম: পেইন্টিং সহকারী
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

  • ১৭. পদের নাম: জুনিয়র টেলিভিশন টেকনিশিয়ান/টাওয়ার টেকনিশিয়ান
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
  • ১৮. পদের নাম: লাইটিং সহকারী
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ১৯. পদের নাম: ক্যাশিয়ার
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ২০. পদের নাম: ইলেকট্রিশিয়ান
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ২১. পদের নাম: পাম্প অপারেটর
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ২২. পদের নাম: গাড়িচালক
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ২৩. পদের নাম: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ২৪. পদের নাম: মঞ্চ সহায়ক
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
  • ২৫. পদের নাম: কস্টিউম আয়রনার
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
  • ২৬. পদের নাম: ওবি সহকারী
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

  • ২৭. পদের নাম: ইকুইপমেন্ট ক্লিনার
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • ২৮. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা: ১২
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • ২৯. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ৩০. পদের নাম: মালি
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • ৩১. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বিটিভিতে আবেদনের নিয়ম

প্রার্থীদের http://btv.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদনের বিস্তারিত নিয়ম জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

  • প্রথমে http://btv.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • এরপর Application Form অপশন ক্লিক করুন।
  • এবার যে পেজ প্রদর্শিত হবে, সেখান থেকে কাঙ্ক্ষিত পদটি Select (নির্বাচন) করুন। এরপর Next-এ ক্লিক করুন।
  • NO সিলেক্ট করুন।
  • পরবর্তী পেজে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আবেদন ফরম পেয়ে যাবেন। ফরমটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করুন।

আবেদনপত্র সাবমিট করা শেষ হলে একটি User ID সম্বলিত Applicant’s Copy পাবেন। এটি সংরক্ষণ করে রাখুন। আবেদন ফি দেওয়র সময় এবং এডমিট কার্ড ডাউনলোডের সময় এই User ID দরকার হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ২ নম্বর পদের জন্য ৩৩৪ টাকা; ৩ থেকে ২৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ২৪ থেকে ৩১ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

Applicant’s Copy থেকে পাওয়া User ID ব্যবহার করে আবেদন ফি বাবদ ১১২,২২৩ ও ৩৩৪ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড সিম থেকে মাত্র ২টি SMS পাঠিয়ে।

  • প্রথম SMS : BTV <space> User ID লিখে 16222 নম্বরে SMS সেন্ড করতে হবে।
  • দ্বিতীয় SMS : BTV <space> Yes <space> PIN লিখে 16222 নম্বরে SMS সেন্ড করতে হবে

আবেদনের তারিখ

  • ২ মে থেকে ৩০ মে ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

বাংলাদেশ টেলিভিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – BTV job circular 2023 (1)

বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – BTV job circular 2023 (2)

BTV job circular 2023 pdf

BTV job circular 2023 pdf download link : https://btv.gov.bd/sites/default/files/files/btv.portal.gov.bd/notices/9c6f2070_cbcb_41f0_a7ec_d1bede486518/2023-04-17-09-34-c41f061f554d5ecb68c70d3e97464f5a.pdf

আবেদনের শর্ত ও দরকারি তথ্য

  • আপনি যদি বাংলাদেশি নাগরিক না হন তবে আপনি আবেদন করতে পারবেন না।
  • অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদনপত্র বাতিল করা হবে।
  • বাংলাদেশ টেলিভিশন এ নিয়োগ বিজ্ঞপ্তি  কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
  • নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অনুমোদিত সকল বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত যেকোন বিধি-বিধানে কোনরুপ সংশোধন হলে তা অনুসরন করা হবে।
  • বাংলাদেশ টেলিভিশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে, অন্যান্য সকল সরকারি চাকরির মতো, সরকারি বা আধা-সরকারী অথবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকুরিরত আবেদনকারীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এরপর আবেদন করতে হবে।

এক নজরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)

বাংলাদেশ টেলিভিশনের সংক্ষিপ্ত তথ্যাদি

প্রতিষ্ঠাকাল২৫ ডিসেম্বর ১৯৬৪
কর্পোরেশনে রূপান্তর১৯৬৭
সরকারি প্রতিষ্ঠানে রূপান্তর১৫ সেপ্টেম্বর ১৯৭২
রঙ্গীন সম্প্রচার শুরু১৯৮০
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র১৯ ডিসেম্বর ১৯৯৬
বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু১১ এপ্রিল ২০০৪
ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার২৫ জানুয়ারি ২০১১ সাল থেকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় পরীক্ষামূলক ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার শুরু করা হয়।
মোবাইল টিভি সম্প্রচার শুরু (টেলিটক মোবাইলে)২৬ ফেব্রুয়ারি ২০১৪
IPTV তে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার১২ নভেম্বর ২০১৩
Web TV তে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার১২ নভেম্বর ২০১৩
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে বিটিভি১ জুলাই ২০১৯
ভারতে বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার২ সেপ্টেম্বর ২০১৯ থেকে বিটিভি ওয়ার্ল্ডের অনুষ্ঠানসমূহ ডিডি ফ্রি ডিশের মাধ্যমে ভারতে সম্প্রচার হচ্ছে।
BTV HD সম্প্রচার২৫ ডিসেম্বর ২০২১
বঙ্গবন্ধু কর্ণার২৫ ডিসেম্বর ২০২১
এক নজরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)

পূর্ণাঙ্গ কেন্দ্র -২টি

(ক)ঢাকা টেলিভিশন কেন্দ্র(খ)চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র
এক নজরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)

উপকেন্দ্র/রিলে কেন্দ্র-১৪টি

নাটোর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, রাজশাহী, ঝিনাইদহ, সাতক্ষীরা, পটুয়াখালী, উখিয়া এবং রাঙ্গামাটি ।

সম্প্রচার সময়

বিটিভির টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশনসকাল ০৭:০০টা থেকে রাত ১২:৩০ মিনিট।
বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে স্যাটেলাইট ট্রান্সমিশন২৪ ঘন্টা
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের স্যাটেলাইট ট্রান্সমিশন২৪ ঘন্টা
সম্প্রচার সময়

আন্তর্জাতিক সংস্থার সদস্য

বাংলাদেশ টেলিভিশন নিম্নবর্ণিত সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ সদস্য

  • এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি) মালয়েশিয়া
  • এশিয়াভিশন (এভিএন), মালয়েশিয়া
  • পাবলিক মিডিয়া এ্যালাইন্স (পিএমএ), লন্ডন, যুক্তরাজ্য
  • এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ), মালয়েশিয়া
  • ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ), সুইজারল্যান্ড

বিটিভির ভবিষ্যত পরিকল্পনা

কাজ/উন্নয়ন পরিকল্পনাবাস্তবায়ন সময়সীমা
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অত্যাধুনিক রেকর্ডিং স্টুডিও স্থাপন২০১৯
ঢাকা কেন্দ্রের অবকাঠামো সংস্কার/উন্নয়ন২০২০
বার্তা বিভাগ, সম্পাদনা ও গ্রাফিক্সে প্রয়োজনীয় জনবল নিয়োগ২০২০
চট্টগ্রাম কেন্দ্র থেকে ২৪ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার২০২০
অনুষ্ঠান পরিকল্পনা ও সম্প্রচারে স্বয়ংসম্পূর্ণ  বিটিভি ওয়ার্ল্ড২০২০
শতভাগ ডিজিটাল প্রযুক্তিসমৃদ্ধ অনুষ্ঠান নির্মাণ২০২০
দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার২০২১
বিটিভির ডিটিএইচ সার্ভিস২০২২
৬টি বিভাগীয় শহরে বিটিভির কেন্দ্র স্থাপন২০২৩
বিটিভির ভবিষ্যত পরিকল্পনা
এডু ডেইলি ২৪