CGA অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ (MCQ) ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। গত ৭ অক্টোবর ২০২২ (শুক্রবার) হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (সিজিএ) MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই এমসিকিউ পরীক্ষার দুই দিনের মাথায় এই রেজাল্ট প্রকাশ করলো কর্তৃপক্ষ।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৮৭৭ জন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর ২০২২ বিকাল ৩টা থেকে ৪.৩০টা পর্যন্ত। লিখিত পরীক্ষার সূচি ও কেন্দ্র ঠিকানা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
নিয়োগ প্রতিষ্ঠান : | হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) |
পদের নাম : | অফিস সহায়ক (Office support staff) |
পদের সংখ্যা : | ২৫৫টি |
লিখিত পরীক্ষা পদ্ধতি : | MCQ |
MCQ নাম্বার : | ৮০ নাম্বার |
লিখিত পরীক্ষার তারিখ : | ৭ অক্টোবর ২০২২ (শুক্রবার) |
উত্তীর্ণ প্রার্থী : | ৩ হাজার ৮৭৭ জন। |
প্রার্থীর সংখ্যা : | – |
লিখিত পরীক্ষার ফলাফল : | ৯-১০-২০২২ |
সিজিএ অফিস সহায়ক লিখিত পরীক্ষার তারিখ ২১ অক্টোবর ২০২২ ও সময় বিকাল ৩টা থেকে ৪.৩০টা পর্যন্ত।
CGA office sohayok mcq exam result 2022 pdf download link : http://www.cga.gov.bd/sites/default/files/files/cga.portal.gov.bd/notices/a90d3859_1370_41f2_aeba_f188cdcf4600/2022-10-09-12-20-725ca95233c404ce4b8b963cddae8b5e.pdf