সরকারি চাকরিজীবী মহার্ঘ ভাতা ২০২৫ (নতুন পরিকল্পনা)

Rate this post

সরকারি চাকরিজীবী মহার্ঘ ভাতা ২০২৫ : ২০২৫ সালে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ আবারও নিয়েছে বাংলাদেশ সরকার। অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন আটকে থাকা এই সিদ্ধান্ত এখন নতুনভাবে কার্যকর করার পরিকল্পনায় রয়েছে।

সরকার শুরু থেকেই, অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে, মহার্ঘ ভাতা চালুর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছিল। তবে দেশের অর্থনৈতিক দুরবস্থার কারণে অনেক অর্থনীতিবিদ এই সিদ্ধান্তের সমালোচনা করেন। ফলে সেই সময় সরকার পিছু হটে। কিন্তু এখন অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় আবারও মহার্ঘ ভাতা চালুর বিষয়ে সক্রিয় হয়েছে।

মূল বিষয়সমূহ

  • ২০২৫ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৮২,৯৯০ কোটি টাকা বরাদ্দ
  • ২০২৬ অর্থবছরে এই বরাদ্দ বেড়ে ৯৭,০০০ কোটি টাকায় পৌঁছাতে পারে
  • শুধুমাত্র মহার্ঘ ভাতা (DA) বাবদ অতিরিক্ত প্রায় ৭,০০০ কোটি টাকার ব্যয় হবে
  • ভাতার হার নির্ধারিত হবে গ্রেডভিত্তিক
  • বার্ষিক ৫% ইনক্রিমেন্ট বন্ধ করা হতে পারে

 

গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কত শতাংশ

অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, মহার্ঘ ভাতা প্রস্তাবনা পর্যালোচনার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল গত ডিসেম্বরে। এই কমিটি ১১তম থেকে ২০তম গ্রেডের জন্য সর্বোচ্চ ২০% এবং ১ম থেকে ১০ম গ্রেডের জন্য ১০% বা ১৫% হারে মহার্ঘ ভাতা প্রদানের সুপারিশ করে।

যদি ১ম থেকে ১০ম গ্রেডে ১০% মহার্ঘ ভাতা দেওয়া হয়, তাহলে সরকারকে অতিরিক্ত ৬ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করতে হবে। আর ১৫% হারে ভাতা দিলে এই খরচ বেড়ে দাঁড়াবে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা

ইনক্রিমেন্ট বাদ দিয়ে ভাতার পরিকল্পনা

খসড়া প্রস্তাব অনুযায়ী, মহার্ঘ ভাতা কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ৫% ইনক্রিমেন্ট স্থগিত রাখা হতে পারে। অর্থাৎ ইনক্রিমেন্ট না দিয়ে ভাতা প্রদানের মাধ্যমে ব্যয় সামাল দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

বাজেট ২০২৫: সরকারি বেতন-ভাতায় বাড়তি বরাদ্দ

২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮২,৯৯০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের ১০.৪১%। আগের সরকারের সময়ে পদোন্নতির ফলে সংশোধিত বাজেটে এই খাতের বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার কোটি টাকা

পরবর্তী পদক্ষেপ

আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে মহার্ঘ ভাতা বাস্তবায়নের বিষয়টি চূড়ান্তভাবে উপস্থাপন করা হবে। ইতোমধ্যে অর্থ বিভাগ খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে, যা সেই বৈঠকে উত্থাপন করা হবে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *