ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Fire service job circular 2023) প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (Fire service and civil defence directorate)। ড্রাইভার পদে ৩৮ জন ও ফায়ার ফাইটার (পুরুষ ও মহিলা) পদে ১১১ জন নিয়োগ দেওয়া হবে। ফায়ার ফাইটার পদটি ফায়ারম্যান নামেও পরিচিত । আবেদন শুরু হবে ২২ জুন ২০২৩ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই ২০২৩।
ফায়ার সার্ভিস-এ ড্রাইভার পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি বা জেএসসি পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি হতে হবে। এ পদের বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
এছাড়া, ফায়ার ফাইটার পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন। আবেদনের জন্য কমপক্ষে এসএসসি বা সমমান পাস হতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি হতে হবে।
প্রতিষ্ঠানের নাম | ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD) |
চাকরির ধরন | সরকারি চাকরি |
পদের নাম | ফায়ার ফাইটার (পুরুষ ও মহিলা ), ড্রাইভার |
পদ সংখ্যা | ১৪৯টি |
পদের ধরন | ২টি |
আবেদন শুরুর তারিখ | ২২ জুন ২০২৩ |
আবেদনের শেষ তারিখ | ১৬ জুলাই ২০২৩ |
আবেদন ফি | ড্রাইভার (২২৪/-), ফায়ার ফাইটার (১১২/-) |
আবেদনের লিংক | http://fscd.teletalk.com.bd |
ড্রাইভার ও ফায়ারফাইটার পদে আবেদনের জন্য অবিবাহিত হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। এ ২ পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : ফায়ার ফাইটার (পুরুষ ও মহিলা)
১. পদের নাম : ড্রাইভার (অবিবাহিত)
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১ জুন ২০২৩ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা / শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। কিন্তু বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ২৫ মার্চ ২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে, তারাও আবেদন করতে পারবেন।
আগ্রহীরা অনলাইনে ( http://fscd.teletalk.com.bd ) এর মাধ্যমে আবেদন করতে হবে।
Bangladesh fire service job circular 2023 pdf job circular download link : http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/b065aa09_c1f9_48d9_9ac7_2d9834cb9c20/2023-06-20-03-04-433041aba99992a9891ab48e39b46abf.pdf
Bangladesh fire service job circular 2022 pdf download link : http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/ce399d02_9fba_4f07_85e1_682f9aafe4d3/2022-08-25-10-32-24b7d67a54e7df09798c7f6bd6076d77.pdf
এসএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। অর্থাৎ ন্যূনতম জিপিএ ২.০০ থেকে ৩.০০ থাকলেই আবেদন করা যাবে। এর চেয়ে বেশি থাকলেও আবেদন করা যাবে।
আরো পড়ুন : ফায়ারম্যানের কাজ কি?