ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে : এম মঞ্জুরুল করিম রনি

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রনি বলেন, গত ৯ মাসে কোনো সংস্কার হয়নি।

Rate this post

এ এইচ সবুজ, গাজীপুর: এ বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে বলে দাবি জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। ১ জুন ২০২৫ (রবিবার) দুপুরে টঙ্গীতে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এসব কথা বলেন।

এম মঞ্জুরুল করিম রনি বলেন, গত ৯ মাসে কোনো সংস্কার হয়নি। ৪৫ বছর আগে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন। পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৭ দফা ও পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছেন। সুতরাং সংস্কারের দোহাই দিয়ে ২/১ দল নির্বাচন পিছিয়ে দিতে চায়। যারা পরীক্ষায় পাশ করতে পারবে না, তারাই পরীক্ষা পেছানোর দাবি করে। ‘শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা’।

এ সময় তিনি দুটো দাবী নিয়ে কথা বলেন। দাবিগুলো হলো- ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ জিয়ার নামে ফিরিয়ে দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস-এর দুর্নীতির উদাহরণ টেনে তিনি বলেন, এই সরকারের উপদেষ্টারা লুটপাট করছেন। এই সরকার জুন পর্যন্ত থাকলে কী পরিমাণ দুর্নীতি হবে তার ঠিক নেই। স্বৈরাচার শেখ হাসিনার পিয়নও গত ১৬ বছরে ‘৪শ’ কোটি টাকার মালিক হয়েছিল।

আমাদের নেতা নির্দেশনা দিয়েছেন নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে, আমরা ইনশাআল্লাহ সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামী ডিসেম্বরে নির্বাচন করবো ইনশাআল্লাহ। এখনও সময় আছে, আমরা সকলে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি কারণ ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা যাওয়ার পরে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে আপনারা এই ক্ষমতায় বসে আছেন।

আপনাদেরকে ভাবতে হবে, মান-সম্মান থাকা অবস্থায় সুন্দর, নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যে দল জয়ী হবে, তাদের হাতে তুলে দিবেন। যারা নির্বাচন চায় না, তারা বুঝে গেছে নির্বাচন আসলে তারা জয়ী হতে পারবে না, কারণ জনগণ তাদের সাথে নেই।

এ সময় তিনি আরো বলেন, আমরা জনগণের উপর আস্থা রাখি, জনগণও আমাদের উপর আস্থা রাখে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, জনগণের উপর আস্থা আছে বলেই আমরা নির্বাচন চাচ্ছি।

টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার। এতে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *