ইন্ডিয়ান ভিসা আবেদন করার আগে প্রয়োজনীয় তথ্য

ইন্ডিয়ান ভিসা আবেদন করার আগে প্রয়োজনীয় তথ্য : ইন্ডিয়ান ভিসা প্রত্যাসীদের জন্য কিছু কথা। যারা আবেদন করেছেন, এখনো জমা দেননি তারা বিষয়গুলো মনে রাখবেন।

ইন্ডিয়ান ভিসা আবেদন করার আগে করণীয়

১. প্রথমত অবশ্যই সকল ডকুমেন্টস অরিজিনাল দিবেন। কেননা, তারা জমা নেয়ার সময় আপনার ডকুমেন্টস ভেরিফাই করে।

২. অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট লাগবে। কোনো এজেন্ট ব্যাংকিং স্টেটমেন্ট গ্রহনযোগ্য নয়। যেকোনো কমার্শিয়াল ব্যাংকের স্টেটমেন্ট লাগবে।

ব্যাংকের রানিং লেনদেন থাকা লাগবে। লেনদেন খুব অনিয়মিত, টাকা কম থাকলে তারা আবেদন নিচ্ছেনা। ডলার এন্ডোর্সে বাধ্য করছে।

৩. যারা ডুয়েল কারেন্সি কার্ডে ডলার এন্ডোর্স করে গিয়েছেন, তারা এটা ভুলে যান। আপনার এন্ডোর্স তাদের নিকট গ্রহনযোগ্য হবেনা। তারা এন্ডোর্স সাপেক্ষে ফিজিকাল ডলার দেখতে চায়। কেননা, এখন তারা SBI কার্ড বিক্রি করছে এবং সেটাতে 150$ এন্ডোর্স করে দিচ্ছে। ডলার রেট ১১০/- ধরে এবং ১৫০০/- প্রসেসিং ফি নিয়ে মোট ১৮০০৫/- টাকায় 150$ SBI কার্ডে এন্ডোর্স করে দিচ্ছে। ধরতে পারেন এটা নতুন বিজনেস তাদের।এজন্য প্রায় ৪-৫ ঘন্টা সময় লাগে।

(উল্লেখ্য আমি, গতকাল সকালে আমার ইসলামি ব্যাংকের একাউন্ট থেকে বৈধ ভাবে সার্টিফিকেট সহ 500$ এন্ডোর্স করে নিয়ে গেলেও ৩৫ নম্বর কাউন্টারের সুপারভাইজার তিনি সেটাকে একসেপ্ট করতে অসীকৃতি জানায় তাকে আমার অরিজিনাল ডুয়েল কারেন্সি কার্ড দেখালেও তিনি ডলার এন্ডোর্সের ডেস্কে পাঠায়। অতঃপর ১৮০০৫/- গচ্চা দিয়ে কার্ড নিতে হয়েছে। দুর্ভাগ্যবশত যাদের নিকট ইমিডিয়েট টাকা ছিলোনা তারা ফেরত আসছে। আবার ৪ মাসের অপেক্ষা।) সুতরাং সমপরিমান টাকার প্রস্তুতি নিয়ে যাবেন। নচেৎ সময়, পরিশ্রম ও টাকা সবই গচ্চা যাবে।

৪. IVAC এর ভিতর কোনো ধরনে ছবি বা ভিডিও করা যাবেনা। এটা তাদের দৃষ্টি গোচর হলে তারা উক্ত আবেদনকারীর আবেদন বাতিল করে দিবে।

ভারতীয় ভিসা প্রার্থিদের সচেতনতায় পোষ্টটি এপ্রোভ করার জন্য অনুরোধ করা হলো।