এয়ারলাইন্সে হ্যান্ড লাগেজ কত কেজি বহন করা যায়

এয়ারলাইন্স বা বিমানে যাত্রী হাতে করে নির্ধারিত ওজনের ব্যাগ বা লাগেজ বহন করতে পারে।

Rate this post

এয়ারলাইন্সে হ্যান্ড লাগেজ কত কেজি বহন করা যায়, এ ব্যাপারে এখানে বিস্তারিত তথ্য দেওয়া হলো। এয়ারলাইন্স বা বিমানে যাত্রী হাতে করে নির্ধারিত ওজনের ব্যাগ বা লাগেজ (luggage bag) বহন করতে পারে। এর বেশি ওজনের ব্যাগ বা বৈধ জিনিস থাকলে, সেগুলো বোর্ডিং পাসের সময় এয়ারলাইন্স কর্মীরা বুকিং দিয়ে ট্যাগ লাগিয়ে তাদের ব্যবস্থাপনায় বিমানের বক্সে পাঠিয়ে দেয়। আর যাত্রীরা সাত কেজি বা তার কম ওজনের ব্যাগ বা লাগেজ নিজে হাতে করে নিয়ে বিমানে প্রবেশ করে।

 

হ্যান্ড লাগেজ তথ্য

  • সাধারণত এয়ারলাইন্সগুলি যাত্রীকে সাত কেজির অধিক ওজনের মালামাল সাথে নিয়ে উড়োজাহাজে প্রবেশ করতে দেয় না। অনেক এয়ারলাইন্সের প্রবেশপথে যাত্রীর হ্যান্ড লাগেজ ওজন করার জন্য স্কেল রাখা হয়।
  • সাধারণত হ্যান্ড লাগেজ হিসাবে এক পিস এর বেশি লাগেজ নিতে দেওয়া হয় না৷ তবে কোলের শিশুর খাবার ও ডায়াপার, অসুস্থ যাত্রীর খাবার বা ওষুধ, নারী যাত্রীদের ব্যবহার্য পার্স, গরম কাপড় নিতে দেওয়া হতে পারে।
  • হ্যান্ড লাগেজের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি ৪৫ ইঞ্চির বেশি হতে পারবে না৷ অভিজ্ঞ এয়ারলাইন্স কর্মীরা যাত্রীর হ্যান্ড লাগেজ দেখে চোখের আন্দাজেই বুঝে নিবেন যে সেটার সাইজ অনুমোদিত সীমার চেয়ে বড়। তবে কোন কোন ক্ষেত্রে উড়োজাহাজের প্রবেশপথে হ্যান্ড লাগেজের সাইজ মাপার জন্য স্কেল থাকতে পারে।

 

  • উড়োজাহাজের ভিতরে যাত্রীর হ্যান্ড লাগেজ রাখার স্থান সীমিত। উপরে ওভারহেড বিন ছাড়াও যাত্রীর সামনের সিটের নীচে হ্যান্ড লাগেজ রাখা যায়। এর বাইরে কোন অবস্থাতেই হ্যান্ড লাগেজ রাখা যাবে না।
  • যাত্রীর বহন করে আনা হ্যান্ড লাগেজ সাইজে বড় হলে অথবা সংখ্যায় এক পিস এর বেশি হলে অথবা ওজনে ৭ কেজির বেশি হলে এয়ারলাইন্সের কর্মীরা তা বুকিংয়ে দিয়ে দিতে বাধ্য করতে পারে।
  • হ্যান্ড লাগেজ বুকিংয়ে দিয়ে দিতে বলা হলে যাত্রী অবশ্যই লাগেজের ভিতরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন/ট্যাব (যার ভিতরে ব্যাটারি আছে) নিজের সাথে নিয়ে নিবেন। কখনও কখনও এয়ারলাইন্স হ্যান্ড লাগেজ বুঝে নিয়ে যে ট্যাগ লাগিয়ে দেয়, সেখানেই এরকম নির্দেশনা থাকে। আমরা এখানে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এরকম একটি ট্যাগের নমুনা সংযুক্ত করলাম।

 

  • মনে রাখবেন, যে উড়োজাহাজে প্রবেশের জন্য নির্ধারিত সময় খুব কম থাকে৷ হ্যান্ড লাগেজ বুকিংয়ে দিয়ে দিতে বললে এয়ারলাইন্স কর্মীর সাথে তর্ক করা অথবা সিদ্ধান্তহীনতায় ভুগে দাঁড়িয়ে থাকা যাবে না৷ বরং লাগেজ থেকে দামি জিনিসগুলি নিজের পকেটে নিয়ে লাগেজ দ্রুত বুকিংয়ে দিয়ে দিতে হবে৷
  • যাত্রীর হ্যান্ড লাগেজ যথাসম্ভব ছোট হওয়া ভাল৷ হ্যান্ড লাগেজ হিসাবে এক পিস ছোট আকারের ব্যাকপ্যাক নিলে তা ওভারহেড বিন অথবা সামনের সিটের নীচে রাখা যাবে৷ হ্যান্ড লাগেজের আকার যত বড় হবে, সেটা বুকিংয়ে দিয়ে দেওয়ার নির্দেশনা পাওয়ার আশঙ্কা তত বাড়বে।
  • দুনিয়ার উন্নত দেশগুলির বিমানবন্দরেও ফেরেশতারা চাকরি করে না৷ আপনার লাগেজে টাকা, স্বর্ণের বার আর দামি মোবাইল রেখেই তা তাদের হাতে দিবেন, অথচ তারা তা কখনোই পকেটে ভরবে না, এমন আশা করবেন না৷ বিদেশের ঝকঝকে বিমানবন্দরে কাজ করে যারা তাদের মধ্যে কোন চোর নাই অথবা তাদের চুরি করার কোন সুযোগ নাই, এরকম বিশ্বাস থাকলে এই পেইজ ত্যাগ করুন৷

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *