মহার্ঘ ভাতা ২০২৫ আপডেট : জুলাই থেকে কারা পাবেন বিশেষ সুবিধা

২০২৫-২৬ বাজেট আপডেট: সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য বিশেষ ভাতা বাড়ানো হয়েছে

Rate this post

বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বিশেষ ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। আগামী জুলাই থেকে চাকরিরত সরকারি কর্মচারীরা ন্যূনতম ১,৫০০ টাকা এবং পেনশনভোগীরা ন্যূনতম ৭৫০ টাকা করে এ বিশেষ ভাতা পাবেন।


📢 অর্থ উপদেষ্টা ও সচিবের যৌথ ঘোষণা

রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার যৌথভাবে এই ঘোষণা দেন। অর্থসচিব জানান, পূর্বঘোষিত ন্যূনতম বিশেষ সুবিধা ছিল চাকরিজীবীদের জন্য ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা। এবার তা বাড়িয়ে যথাক্রমে ১,৫০০ ও ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।


✅ কারা পাবেন বিশেষ সুবিধা?

  • চাকরিরত সরকারি কর্মচারীরা ন্যূনতম ১,৫০০ টাকা বিশেষ ভাতা পাবেন।

  • অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা ন্যূনতম ৭৫০ টাকা বিশেষ ভাতা পাবেন।

  • পিআরএলে (অবসরোত্তর ছুটি) থাকা কর্মচারীরা তাদের সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে এই ভাতা পাবেন।

  • পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরাও নির্ধারিত হারে ভাতা পাবেন।


❌ কারা পাবেন না?

  • যাঁরা সম্পূর্ণ পেনশন সমর্পণ করে এককালীন আনুতোষিক নিয়েছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের যোগ্য হননি।

  • যারা বিনা বেতনে ছুটিতে আছেন, তারাও এই সুবিধার আওতায় আসবেন না।


📜 সংশোধনী ও নতুন আদেশ

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ৩ জুন যে প্রজ্ঞাপন জারি করেছিল, তার সংশোধনী প্রক্রিয়াধীন, এবং শিগগিরই আলাদা করে নতুন আদেশ জারি করা হবে বলে জানানো হয়েছে।


🔎 SEO টিপস অনুসারে এই তথ্য কেন গুরুত্বপূর্ণ?

এই প্রতিবেদনটি “২০২৫ সরকারি চাকরির ভাতা”, “পেনশনভোগীদের নতুন সুবিধা”, “বিশেষ ভাতা বাজেট ২০২৫-২৬”, “সরকারি কর্মচারী বেতন আপডেট” প্রভৃতি জনপ্রিয় সার্চ কীওয়ার্ডকে কেন্দ্র করে সাজানো হয়েছে, যাতে অনলাইনে খোঁজ করলে দ্রুত ফলাফল আসে।


📝 উপসংহার

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ ভাতা বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সরকারের পক্ষ থেকে তাদের প্রতি দায়িত্ববোধ ও সহানুভূতির প্রতিফলন। সংশ্লিষ্টদের জন্য এটি এক ইতিবাচক বার্তা, যা ভবিষ্যতের বাজেট পরিকল্পনায় নতুন আশার সঞ্চার করবে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *