সুখবর, শিক্ষকদের জুন মাসের বেতনের এমপিও চেক ছাড়
সুখবর, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের জুন মাসের বেতনের এমপিও চেক ছাড় দেওয়া হয়েছে। শিক্ষকদের ও কর্মচারীদের জুন (২০২৪) মাসের বেতন চেক ছাড় দিয়ে চেক অনুদান বণ্টনকারী বাংকে পাঠানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। অফিস আদেশ আগামীকাল মঙ্গলবার জারি হবে বলে জানা যায়। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (http://emis.gov.bd/emis) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, এতে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা এসব শাখা থেকে বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।
সরকারি সুযোগ সুবিধা ২০২৩ | বেতন ভাতাদি | বেসরকারি সুযোগ সুবিধা ২০২৩ | বেতন ভাতাদি |
সরকারি শিক্ষক-কর্মচারীদের মূল বেতন গ্রেড | (জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক) | সরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন গ্রেড | (জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক) |
বাড়ি ভাড়া ভাতা | (উপজেলা মূল বেতনের ৪৫%, ৫০%, ৬০%) | বাড়ি ভাড়া | নির্ধারিত ১০০০/- টাকা। |
চিকিৎসা ভাতা | ১,৫০০/- | চিকিৎসা ভাতা | ৫০০/- |
বৈশাখী ভাতা | ২০% | বৈশাখী ভাতা | ২০% |
উৎসব ভাতা | ১০০% | উৎসব ভাতা | শিক্ষকদের ২৫% কর্মচারীদের ৫০% |
বার্ষিক ইনক্রিমেন্ট | গড়ে ৫% বা বেশি | বার্ষিক ইনক্রিমেন্ট | নির্ধারিত ৫% হারে |
পদোন্নতি | বিদ্যমান | পদোন্নতি | নেই বললেই চলে |
বদলির সুযোগ | বিদ্যমান | বদলির সুযোগ | সুযোগ নাই |