মুনজেরিন শহীদ ও আয়মান সাদিকের বিয়ে (আকদ) সম্পন্ন হয়েছে। ১৫ সেপ্টেম্বর ২০২৩ দুপুরে ঢাকার মিরপুর ডিওএইচএসের মসজিদে জুম্মার নামাজের পর তাদের আকদ সম্পন্ন হয়। ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।
সম্প্রতি তাদের পরিচিত কয়েকজন এই বিয়ের তারিখ সম্বলিত আমন্ত্রণপত্র বা বিয়ের কার্ড সম্প্রতি ফেসবুকে শেয়ার করেছেন। এর পরই গণমাধ্যমে তাদের বিয়ে নিয়ে খবর প্রকাশিত হয়েছে।
বিয়ের কার্ডে উল্লেখ করা হয়েছে, ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যায় ঢাকায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিয়ে পরবর্তী অনুষ্ঠানের কথা উল্লেখ আছে। আয়মানের ঘনিষ্ঠজনের সূত্রে জানা গেছে, বিয়ে হবে ওই অনুষ্ঠানের আরও কদিন আগে।
তারা উভয়েই অনলাইন ও সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তারা দুজনেই 10 minute school (https://10minuteschool.com) নামে শিক্ষা বিষয়ক অনলাইন প্লাটফর্মের সঙ্গে যুক্ত। আয়মান সাদিক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও। ইংরেজি বিষয়ক লেখক ও শিক্ষক মুনিজেরিন শহীদ প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগে কর্মরত। এছাড়া তিনি বিদেশে পড়াশোনা করছেন।
বেশ কিছু দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদের প্রেম নিয়ে গুঞ্জন চলছিল। টেলিভিশনের কয়েকটি টক শোতেও তাঁরা একসঙ্গে দেখা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের বিয়ের দাওয়াতেও এই দুজন একসঙ্গে অংশ নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই জুটির বিয়ের কার্ডের ছবি। ভক্ত ও অনুসারীরা এই জুটির বিয়ে নিয়ে যারপরনাই উৎসাহী। তাঁরা ওই কার্ডের ছবি শেয়ার করে জানাচ্ছেন শুভকামনা।
কুমিল্লায় জন্ম নেওয়া আয়মান সাদিকের বেড়ে ওঠা চট্টগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ শেষ করে ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে গ্রহণ করেন ‘কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’। ফোর্বসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পান একই বছর।
পুরো নাম | Munzereen Shahid |
ডাকনাম | মুনজেরিন |
জন্ম তারিখ | ১৯ অক্টোবর ১৯৯৬ |
বয়স | ২৭ বছর (২০২৩ সালে) |
বাবা | শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী |
মা | মনোয়ারা শহীদ |
জাতীয়তা | বাংলাদেশি |
ধর্ম | মুসলিম |
রাশি চক্র | তুলো রাশি |
হোম টাউন | চট্টগ্রাম, বাংলাদেশ |
পেশা | লেখক, শিক্ষক ও বক্তা |