বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার (নাবিক ও এমওডিসি) প্রকাশিত হয়েছে। A-2024 ব্যাচে নাবিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে ১২ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে।
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ ২০২৩ সার্কুলার [B-2023] প্রকাশিত হয়েছে। ৩ মার্চ ২০২৩ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy)। বেদন করতে হবে অনলাইনে (https://joinnavy.navy.mil.bd) ১২ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে। শুধু পুরুষ প্রার্থীরাই নাবিক ও এমওডিসি পদে (বি-২০২৩ ব্যাচ) আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠান / বাহিনী | বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy) |
পদের নাম | নাবিক ও এমওডিসি (নৌ) |
শাখা | ডিই/ইউসি, মেডিকেল, পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ), কুক ও স্টুয়ার্ড, টোপাস |
বয়স | ১৭-২২ বছর |
আবেদনের শেষ তারিখ | ১২ অক্টোবর ২০২৩ |
আবেদনের লিংক | https://joinnavy.navy.mil.bd |
প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ নিজ জেলার নির্ধারিত বাছাই কেন্দ্র/ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে (বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে) উপস্থিত থাকতে হবে। সকল কাগজপত্র সঠিক হলে আপনাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।
৪টি ধাপে প্রার্থী বাছাই করা হবে :
প্রার্থী বাছাইয়ের ২য় ধাপে হওয়া লিখিত পরীক্ষা হবে ৪টি বিষয়ের উপর :
Bangladesh navy sailior job circular 2023 pdf download link : https://joinnavy.navy.mil.bd/pdf/nabik-a-2024.pdf
Advertisement source : Kaler Kantho, 16-9-2023
ক্রম এবং শাখা | সীম্যান | কমিউনিকেশন | মেকানিক্যাল | সেক্রেটারিয়েট | সাপ্লাই | ইলেক্ট্রিক্যাল | রেডিও ইলেক্ট্রিক্যাল | অর্ডন্যান্স | রেগুলেটিং | মেডিকেল |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
০১ | অর্ডিনারী সিম্যান | আরও (জি) -২ | এমই – ২ | রাইটার – ২ | এসএ – ২ | ইএন – ২ | আরইএন – ২ | ইএন – ২(অর্ড) | পিএম – ২ | এমএ – ২ |
০২ | এ্যাবল সীম্যান | আরও (জি) -১ | এমই – ১ | রাইটার – ১ | এসএ – ১ | ইএন – ১ | আরইএন – ১ | ইএন – ১(অর্ড) | পিএম – ১ | এমএ – ১ |
০৩ | লিডিং সীম্যান | এলআরও (জি) | এলএমই | লিডিং রাইটার | এলএসএ | এলইএন | এলআরইএন | এলইএন(অর্ড) | এলপিএম | এলএমএ |
০৪ | পেটি অফিসার | পিওআরএস (জি) | ইআরএ-৪ | পিও (ডব্লিউ) | পিও (এস) | ইএ – ৪ | আরইএ – ৪ | ওএ – ৪ | পিও (আর) | পিও (মেড) |
০৫ | চীফ পেটি অফিসার | সিআরএস (জি) | ইআরএ – ১/২/৩ | সিপিও (ডব্লিউ) | সিপিও (এস) | ইএ – ১/২/৩ | আরইএ – ১/২/৩ | ওএ – ১/২/৩ | সিপিও (রেগ) | সিপিও (মেড) |
০৬ | সিনিয়র চীফ পেটি অফিসার | এসসিপিও (কম) | এসসিপিও (ই) | এসসিপিও (ডব্লিউ) | এসসিপিও (এস) | এসসিপিও (এল) | এসসিপিও (আর) | এসসিপিও (ওই) | এসসিপিও (রেগ) | এসসিপিও (মেড) |
০৭ | মাস্টার চীফ পেটি অফিসার | এমসিপিও (কম) | এমসিপিও (ই) | এমসিপিও (এস) | এমসিপিও (এস) | এমসিপিও (এল)/সিইএ | এমসিপিও (আর)/সিআরইএ | এমসিপিও (ওই)/সিওএ | এমসিপিও (রেগ) | এমসিপিও (মেড) |
০৮ | অনারারী সাব লেফটেন্যান্ট (এক্স) | অনারারী সাব লেঃ (কম) | অনারারী সাব লেঃ (ই) | অনারারী সাব লেঃ (এস) | অনারারী সাব লেঃ (এস) | অনারারী সাব লেঃ (এল) | অনারারী সাব লেঃ (আর) | অনারারী সাব লেঃ (ওই) | অনারারী সাব লেঃ (রেগ) | অনারারী সাব লেঃ (ডব্লিউ/এম) |
০৯ | অনারারী লেফটেন্যান্ট (এক্স) | অনাঃ লেঃ (কম) | অনাঃ লেঃ (ই) | অনাঃ লেঃ (এস) | অনাঃ লেঃ (এস) | অনাঃ লেঃ (এল) | অনাঃ লেঃ (আর) | অনাঃ লেঃ (ওই) | অনাঃ লেঃ (রেগ) | অনাঃ লেঃ (ডব্লিউ/এম) |
Entry level to higher level :
সরকারি-বেসরকারি, সামরিক বাহিনী, ব্যাংক, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি ও দরকারি তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন : https://edudaily24.com/chakri