ওমান ভিসা বন্ধ হলো বাংলাদেশি নাগরিকদের জন্য

সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত করেছে ওমান।

5/5 - (2 votes)

ওমান ভিসা বন্ধ হলো বাংলাদেশি নাগরিকদের জন্য। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, ৩১ অক্টোবর ২০২৩ তারিখ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। দেশটির সংবাদমাধ্যম ওমান টাইমস এ খবর জানিয়েছে। অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের সব রকমের ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি।

আরওপি নিশ্চিত করেছে, ওমানে টুরিস্ট ভিসা ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে তা কাজের ভিসায় পরিবর্তন করতে পারতেন। কিন্তু এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে এবং কাজের ভিসায় আবার চাইলে আসতে পারবেন। তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন না।

রয়্যাল ওমান পুলিশ বিবৃতিতে বলেছে, নীতি পর্যালোচনার আওতায় আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য। পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *