গাইবান্ধা (বোনারপাড়া)-পঞ্চগর রুটের রামসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ (Ramsagar express train schedule) এখানে দেওয়া হলো। উল্লেখ্য, দীর্ঘ এক যুগ পর ২৯ আগস্ট ২০২৩ তারিখ থেকে যাত্রা শুরু করেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে পঞ্চগড় রুটে চলাচল করা রামসাগর এক্সপ্রেস ট্রেন।
২৯ আগস্ট ২০২৩ দুপুর একটার দিকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে ট্রেনটি চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। উদ্বোধনী ট্রেনে মন্ত্রী বোনারপাড়া থেকে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন পর্যন্ত যান।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রামসাগর এক্সপ্রেস ট্রেনটি আগে বোনারপাড়া থেকে গাইবান্ধা হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করত। ২০১১ সালে এটি বন্ধ হয়ে যায়। এরপর ট্রেনটি চালুর দাবিতে স্থানীয় লোকজন আন্দোলন করেন। তাঁদের দাবির মুখে ট্রেনটি চালু করা হয়েছে। এখন থেকে ট্রেনটি পঞ্চগড় পর্যন্ত যাবে। প্রতিদিন ভোর সাড়ে ৫টায় ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছাড়বে। সবগুলো স্টেশনে থেমে পঞ্চগড়ে গিয়ে আবার ফিরে আসবে ট্রেনটি।
গত ২৪ আগস্ট ২০২৩ তারিখে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়ালের সই করা এক দপ্তর আদেশে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়, বোনারপাড়া-দিনাজপুর-বোনারপাড়া সেকশনে আগে চলাচল করা রামসাগর ট্রেনের (৫৯/৬০) রুট বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করে পুনরায় চালুর জন্য লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী পরিচালনার জন্য অনুমোদন করা হলো। ট্রেনটি আগামী ৩০ আগস্ট বোনারপাড়া স্টেশন থেকে সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
নতুন সময়সূচি অনুযায়ী, রামসাগর এক্সপ্রেস (৫৯) ভোর সাড়ে ৫টায় বোনারপাড়া থেকে যাত্রা শুরু করে দুপুর ২টা ৫০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। আর রামসাগর এক্সপ্রেস (৬০) বিকেল ৫টা ২০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে রাত ১টায় বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।
রামসাগর এক্সপ্রেসের রেকে থাকবে একটি সিটিং কাম লাগেজ ভ্যান এবং নয়টি সেকেন্ড সিটার ক্লাস কোচ। ট্রেনটির ওয়াটারিং, ক্লিনিং ও ওয়াশপিট হবে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। বেজ হবে পার্বতীপুর। ট্রেনটির সাপ্তাহিক অফ-ডে হলো বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে বৃহস্পতিবার এবং বোনারপাড়া থেকে শুক্রবার।
দপ্তর আদেশে আরও বলা হয়, রেক, লোকোমোটিভ ও ক্রু সংকটের কারণে কাঞ্চন কমিউটার (৪১/৪২) ট্রেন চলাচল বন্ধ থাকবে। এমতাবস্থায় ৫৯/৬০ নম্বর রামসাগর কমিউটার ট্রেনটির রুট বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করে চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।
ট্রেনটি পঞ্চগড় হতে বৃহস্পতিবার এবং বোনারপাড়া হতে শুক্রবার বন্ধ থাকবে।