Realme C11 রিভিউ : ১ সপ্তাহ ব্যবহারের পর ভালো-মন্দ

Realme C11 রিভিউ : Realme C11 স্মার্টফোনটি যেদিন বাজারে এসেছিল, সেদিনই কিনেছি। এতদিন (১ সপ্তাহেরও বেশি) চালিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা আজ আপনাদের সামনে তুলে ধরছি।

১। প্রথমেই এর ডিজাইনের দিকে আসি। এই প্রাইজে বলতে গেলে এক কথায় অসাধারণ একটি ডিজাইন। যে কেউই এর ডিজাইন দেখে পুরো ফিদা হয়ে যাবে। পিছনে গ্রিপগুলো অনেক প্রিমিয়াম ফিল দেয়। আমার কাছে পারসনালি গ্রিন কালারটিই বেশি পছন্দ হয়েছে, কেননা এই কালারটি ফোনটিকে, ক্যামারাকে ও রিয়েলমি নামটিকে বেশি ফুটিয়ে তুলে এবং দেখতে বেশ সুন্দর লাগে, যা গ্রে কালারটিতে এত লাগে না।

২। এখন আসা যাক এর ডিস্প্রেতে। ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে এটি, যার জন্য ভিডিও দেখতে বেশ দারুণ লাগে। তবে ধরেন, কেউ যদি 720p রেজুলেশনের কোনো ভিডিও ডাউনলোড করে দেখেন, তবে প্রচুর রেজুলেশনের ঘাটতি লক্ষ্য করতে পাবেন। এ ক্ষেত্রে ভিডিও দেখে ততো ভালো লাগবে না। এটির সমাধান হলো, যখন কোনো ভিডিও ডাউনলোড করে দেখবেন, তখন চেষ্টা করবেন 1080p রেজুলেশনের ভিডিও ডাউনলোড করে দেখতে। তাহলে ভিডিও দেখতে বেশ লাগবে এবং রেজুলেশনের ঘাটতিও চোখে পরবে না।
ফোনটির চিন এরিয়াও ঠিকঠাক আছে। এখন আসা যাক মেজর একটি সমস্যা নিয়ে, সেটি হলো এর টাচ প্রব্লেম। ফোনটির টাচ রেসপন্স ততটা সুবিধার না। মাঝে মধ্যে অনেক জোরে বা ডিপলি টাচ করলে রেসপন্স করে। মেসেজিংয়ের টাইম এটি বেশি লক্ষ্য করা যায়। কিন্তু সবসময় না, মাঝেমধ্যে। এই একটি দিক আমার কাছে একটুও ভালো লাগেনি।

৩। গেমিংয়ের কথায় আসি। অনেক রিভিউতে দেখেছি, সবাই বলেছে পাবজি লেগ করে প্রচুর, খেলা যাবে না, এই-সেই। বাট বিলিভ মি, অসাধারণ পাবজি খেলা যায় এটাতে। গ্রাফিক্স যদি স্মুথ ও মিডিয়ামে সেট করা খেলা হয়, তবে ২% লেগ বাদে ৯৮% ই স্মুথ গেমিং করতে পাবেন। ২% লেগ গেমের শুরুতে দেখতে পাবেন, বাট একবার রান হয়ে গেলে স্মুথ খেলা যায়। কিন্তু সবচেয়ে বড় একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যদি ১ ম্যাচ পুরো গেম খেলা হয়, তবেই দেখা যায় ৫% চার্জ শেষ। কোনো কোনো সময় আরো বেশি।

৪। এর ক্যামেরা পারফরমেন্স জাস্ট অসাধারণ! দিনের বেলা বেশ সুন্দর সুন্দর ছবি উঠে। ক্রোমা বুস্ট অন করে ছবি তুললে অনেক বেশি ছবির কালার বেড়ে যায়। দেখতে ভালোই লাগে। তবে আমি পারসনারলি ক্রোমা বুস্ট অফ করেই ছবি তুলি এবং সবসময় HDR অন করে ছবি তুলি। এতে আমার কাছে ছবি গুলো অনেক ভালো লাগে। ফোনটির ক্যামেরাতে যেই nightmode দেওয়া রয়েছে, সেটির চেয়ে আমার নরমাল Photo অপশন দিয়ে রাতে ছবি তুলা গুলো আরো ভালো লেগেছে। কেননা, nightmode অন করলে ছবি একটু লাইট আসে, কিন্তু অনেক বেশি noisy আসে।যার জন্য আমার পারসনালি তেমন ভালো লাগে না। এর ফ্রনট ক্যামারাও অসাধারণ। Dynamic range রিয়ার ও ফ্রন্ট ক্যামারা দুটোই খুব ভালোভাবে মেনেজ করতে পেরেছে।

৫। এর পারফরম্যান্স এর দিকটিতে আসা যাক। এর রেম ২ জিবি, এই ২ জিবির মধ্যে সবোর্চ্চ আমি ৯১২ এমবি পর্যন্ত খালি পেয়েছি। ব্যাকগ্রাউন্ডে সবোর্চ্চ দুটো অ্যাপ একসাথে চালাতে পেরেছি, দুটির বেশি অন্য অ্যাপ যদি ব্যাকগ্রাউন্ডে রেখে চালাই তাহলে তা আবার রিফ্রেশ নেয়। মেজর একটি সমস্যা হলো প্রচুর অ্যাপ ক্র্যাশ হয় চালানোর সময়, তখন প্রচুর রাগ উঠে। তাছাড়া ফোনটির ফ্ল্যাশ লাইটের পাওয়ার অনেক কম। তাছাড়া আরেকটি দিক হলো ফোনটি তুলনামূলক স্লো। আর বাকি সব কিছু আমার ভালোই লেগেছে। তবে এর ফেস আনলক সিস্টেম খুবই স্লো। ফিঙ্গার প্রিন্ট নেই ফেস আনলক করতে গিয়ে এ সমস্যা হারে হারে টের পাওয়া যায়।

৬। ব্যাটারি পারফরম্যান্স বেশ ভালো। আমি মেসেঞ্জার ২৫ মিনিট চালালে ১% চার্জ যায়। হেভি ইউজে আরামে একদিন কেটে যাবে (পাবজি বাদে)। মেজর সমস্যা এই পাবজি খেলার টাইমটুকুই। আর ফুল চার্জ হতে ৩ ঘন্টা লাগে।

৭। কুলিং স্পিকার বেশ লাউড ও ক্লিয়ার। তবে লাউড স্পিকার ফুল সাউন্ডে ফাটা ফাটা মনে হয়।

৮। ইউজার ইন্টারফেস বা UI নিয়ে কিছু কথা বলা যাক। এর UI যথেষ্ট ভালো। তবে এখনো UI নিয়ে যথেষ্ট কাজ করা বাকি আছে রিয়েলমির। কেননা, এখনো কল, মেসেজ, কন্টাক্ট- এসবের অ্যাপ গুগলেরগুলোই ইউজ করছে রিয়েলমি। আশা করি, খুব দ্রুতই তাদের নিজস্ব অ্যাপ নিয়ে আসবে। এছাড়া এর UI যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি।

বড় সমস্যাগুলো হচ্ছে-

  • প্রচুর এপ ক্রেশ হয়
  • দুটির বেশি অ্যাপ চালু রাখলে বাকি অ্যাপগুলো রিফ্রেশ নেয়।
  • পাবজি গেইমে চার্জ ম্যানেজমেন্টে প্রচুর সমস্যা।

লিখেছেন : সিয়াম আহমেদ
(realme Bangladesh Community [Official] ফেসবুক গ্রুপ থেকে সংগৃহীত)

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24 Senior Reporter

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.