কবিতা

সব মনে রাখা হবে [আমির আজিজের বিখ্যাত কবিতা]

আমির আজিজের সব মনে রাখা হবে কবিতাটির মূল সংস্করণের ভাষা হিন্দি। তিনি একজন ভারতীয় কবি ও গায়ক। ২০২০ সালে দিল্লীর জামিয়া মিল্লিয়ার শিক্ষার্থীদের উপর নিপীরণ-নির্যাতনের বিরুদ্ধে তিনি এই কবিতা লিখেছিলেন। বর্তমান প্রেক্ষিতে এই কবিতাটি বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছে।

সব মনে রাখা হবে / Sab Yaad Rakha Jayega

  • Poem: Sab Yaad Rakha Jayega (সব মনে রাখা হবে)
  • Poet: Aamir aziz (আমির আজিজ)
  • Recitation: Mrinmoy Mizan (মৃন্ময় মিজান)
  • ভাষান্তর: Dipro Hasan (দিপ্র হাসান)

তুমি রাত লেখ আমরা লিখে যাব চাঁদ
তুমি কারাবন্দী কর আমরা দেয়াল ভেঙে লিখে যাব
তুমি এফআইআর লেখ আমরা লিখব তৈরি আছি
তুমি খুন কর আমরা ভুত হয়ে লিখে যাব
তোমার হত্যাযজ্ঞের সমস্ত প্রমাণ।

তুমি বিচারের নামে কৌতুক লেখ
আমরা রাজপথে আর দেয়ালে লিখে যাব ইনসাফ
এত জোরে আওয়াজ তুলব যে, বধিরও শুনতে পাবে
এত স্পষ্ট করে লিখব অন্ধও পড়তে পারবে
তুমি কালো পদ্ম লেখ আমরা লাল গোলাপ লিখব
তুমি জমিনে জুলুম লেখ
আমরা আসমানে লিখে যাব ইনকিলাব।

সব মনে রাখব, সব কিছু মনে রাখা হবে
তোমার লাঠিপেটা আর গুলিতে নিহত
সকল বন্ধুকে মনে রাখব।
তাদের স্মৃতিতে ভারি হয়ে থাকবে আমাদের হৃদয়।
সব মনে রাখব, সব কিছু মনে রাখব।

জানি, তুমি সত্যের মত মিথ্যা লিখবে
আমরা রক্তের বিনিময়ে সত্য লিখব
সব মনে রাখব, সব কিছু মনে রাখব।

ভরদুপুরে মোবাইল, টেলিফোন, ইন্টারনেট বন্ধ করে
শীতরাতে পুরা শহরকে বন্দি করে
আচমকা অস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে পড়ে
আমার ছোট্ট জীবন ভেঙেচুড়ে
আমার প্রিয়তম সন্তানকে মাঝরাস্তায় হত্যা করে
দল বেঁধে নির্বিকার তোমাদের হাসতে থাকা
মনে রাখব, সব কিছু মনে রাখব।

দিনের বেলা মিষ্টি মিষ্টি কথা বলা
সব কিছু ঠিক আছে বলে জাবর কাটতে থাকা
আর রাতের অন্ধকারে অধিকার ফিরে পেতে মরিয়া মানুষের উপর
লাঠি ও গুলি নিয়ে ঝাঁপিয়ে পড়া
আমাদের উপর হামলা করে আমাদেরকেই
হামলাকারী বলা মনে রাখব, সব কিছু মনে রাখব।

আমি আমার হাঁড়ের মধ্যে লিখে রাখব তোমার সব নৃশংসতা
তুমি আমার আত্মপরিচয়ের প্রমাণ চাও!
মনে রেখো, আমার অস্তিত্বের সব প্রমাণই দেয়া হবে
তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে এই যুদ্ধ
এবং সব কিছু চিরদিনের জন্য মনে রাখা হবে।

কিভাবে তুমি দেশকে খণ্ড বিখণ্ড করতে চেয়েছ
তাও মনে থাকবে
আমরা কিভাবে দেশকে ঐক্যবদ্ধ করেছি
সে কথাও স্মরণ করা হবে
দুনিয়ায় যখনই কাপুরুষতার কথা উঠবে
তোমাকেই উদাহরণ হিসেবে টানবে মানুষ।
দুনিয়ায় যখনই জীবনের কথা উঠবে
আমাদের স্মরণ করবে মানুষ,
বলা হবে, কিছু লোক ছিল যাদের সংকল্প এবং নীতি
লোহার হাতিয়ার দিয়েও ভাঙতে পারেনি কেউ
কিছু মানুষ ছিল যারা হাল ছাড়েনি এবং
তোমাদের মত বিক্রি হয়নি
কিছু লোক যারা নুহের প্লাবনের পরও দাঁড়িয়ে ছিল
কিছু লোক যারা নিজের মৃত্যু সংবাদ শোনার পরও জীবিত ছিল।

চোখ হয়ত পলক ফেলতে ভুলে যাবে
পৃথিবীও ভুলে যাবে নিজ অক্ষে ঘুরে আসার কথা
কিন্তু আমাদের স্বাধীনতা হরণের গল্প
আমাদের পরাজিত কণ্ঠের প্রতিধ্বনি
সব সময়ই মনে রাখা হবে।

সব মনে রাখব, সব কিছু মনে রাখা হবে ।
যেন চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে ওঠে তোমার নাম
যাতে তোমার দেহে কালিমা লেপন করা যায়
তোমাদের নাম ও তোমাদের দেহ (ফেরাউনের মত) সংরক্ষণ করা হবে
সবকিছু মনে রাখা হবে। সব কিছু।

এডু ডেইলি ২৪
Share
Published by
এডু ডেইলি ২৪
Tags: poem