TVS Apache RTR 310 দুর্দুান্ত নতুন মডেলের মটরসাইকেল বাজারে
TVS Apache RTR 310 : বহু প্রতীক্ষিত স্পোর্টস বাইক টিভিএস এপাচি আরটিআর ৩১০ ভারতের বাজারে পাওয়া যাচ্ছে ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে। একই দিন থাইল্যান্ডেও অ্যাপাচি আরআর 310 বাইক আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করে TVS কোম্পানি। টিভিএস অ্যাপাচি আরটিআর 310 এবং অ্যাপাচি আরআর 310 একই লাইন আপের বলে বিবেচিত হবে। এই নিয়ে 310 সিসির দুটি বাইক ঝুলিতে যোগ হলো টিভিএস-এর।
টিভিএস এপাচি আরটিআর ৩১০ : পারফরম্যান্স, ফিচার ও ইঞ্জিন
টিভিএস এপাচি আরটিআর ৩১০-এ থাকছে 312 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 35.1 হর্সপাওয়ার এবং 28.7 এনএম টর্ক তৈরি করে সঙ্গে 6 স্পিড গিয়ারবক্স। মোটরসাইকেলটি 0 থেকে 60 কিমি গতি স্পর্শ করতে সময় নেয় 2.81 সেকেন্ড। সর্বোচ্চ গতি 150 কিমি প্রতি ঘণ্টা।
বাইকে রয়েছে USD এবং প্রিলোড রিবাউন্ড সাসপেনশন। ব্রেকিংয়ের জন্য রয়েছে দু চাকাতেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এ ছাড়া মিলবে কুইকশিফটার। তবে এর জন্য খরচ করতে হবে বেশি টাকা।
টিভিএস-এর এই মোটরবাইকে ফিচার্স রয়েছে 5টি রাইডিং মোড, টুইন LED হেডল্যাম্প, 5 ইঞ্চি TFT ইনস্ট্রুমেন্ট কনসোল, গাড়ির মতো ক্লাইমেট কন্ট্রোল সিট এবং টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। এই বাইকে মিলবে কর্নারিং এবিএস, সুইচেবেল স্লোপ কন্ট্রোল এবং ফ্রন্ট হুইল লিফ্ট অফ কন্ট্রোল।
হালকা ওজনের অ্যালমুনিয়াম Trellis সাব-ফ্রেম দিয়ে এই বাইকে মিলবে স্টেবিলিটি কন্ট্রোলের সুবিধাও। তবে টায়ার প্রেশার মনিটর, ক্লাইমেট কন্ট্রোল সিট ও অতিরিক্ত যে সুবিধাগুলি রয়েছে তার জন্য দামের 18,000 টাকা বেশি খরচ করতে হবে ক্রেতাদের।
TVS Apache RTR 310 এর দাম
এই বাইক একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। দাম রাখা হয়েছে 2.43 লাখ টাকা থেকে 2.64 লাখ টাকা (এক্স-শোরুম)। এতে একাধিক সেগমেন্ট ফার্স্ট ফিচার্স রয়েছে বলে দাবি কোম্পানির। ভারতে মোটরসাইকেলের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। টোকেন মূল্য রয়েছে 3100 টাকা।
বাজারে যেসব মটরসাইকেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে
TVS Apache RTR 310 কোম্পানির বিল্ড টু অর্ডার (BTO) প্ল্যাটফর্মের অধীনে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ LED লাইটিংয়ে মোড়া এই বাইক BMW G310R, KTM 390 Duke, Bajaj Dominar 400 এবং Triumph Speed 400 মোটরসাইকেলগুলিকে চ্যালেঞ্জ জানাবে।
TVS apache rtr 310 new model 2023 Full Specifications