উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় কোন হাসপাতালে কত জন নিহত-আহত
২১ জুলাই ২০২৫ সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২০ জন নিহত ও ১৭১ জন আহত

উত্তরা মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭১ জন। দুর্ঘটনার পর আহত ও নিহতদের রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালভিত্তিক হালনাগাদ তথ্য নিচে তুলে ধরা হলো:
হাসপাতালভিত্তিক আহত ও নিহতের পরিসংখ্যান (২১ জুলাই ২০২৫ সন্ধ্যা পর্যন্ত)
কুয়েত মৈত্রী হাসপাতাল:
আহত: ৮ জন
নিহত: ০ জন
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট:
আহত: ৭০ জন
নিহত: ২ জন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল:
আহত: ৩ জন
নিহত: ১ জন
সিএমএইচ, ঢাকা (আর্মি হাসপাতাল):
আহত: ১৭ জন
নিহত: ১২ জন
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল:
আহত: ১ জন
নিহত: ২ জন
লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা:
আহত: ১১ জন
নিহত: ২ জন
উত্তরা আধুনিক হাসপাতাল:
আহত: ৬০ জন
নিহত: ১ জন
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল:
আহত: ১ জন
নিহত: ০ জন
মোট হিসাব:
মোট আহত: ১৭১ জন
মোট নিহত: ২০ জন
এখনও কিছু গুরুতর আহত রোগী চিকিৎসাধীন রয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে প্রশাসন এবং ঘটনার তদন্ত চলছে।