উত্তরা মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭১ জন। দুর্ঘটনার পর আহত ও নিহতদের রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালভিত্তিক হালনাগাদ তথ্য নিচে তুলে ধরা হলো:
হাসপাতালভিত্তিক আহত ও নিহতের পরিসংখ্যান (২১ জুলাই ২০২৫ সন্ধ্যা পর্যন্ত)
-
কুয়েত মৈত্রী হাসপাতাল:
-
আহত: ৮ জন
-
নিহত: ০ জন
-
-
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট:
-
আহত: ৭০ জন
-
নিহত: ২ জন
-
-
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল:
-
আহত: ৩ জন
-
নিহত: ১ জন
-
-
সিএমএইচ, ঢাকা (আর্মি হাসপাতাল):
-
আহত: ১৭ জন
-
নিহত: ১২ জন
-
-
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল:
-
আহত: ১ জন
-
নিহত: ২ জন
-
-
লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা:
-
আহত: ১১ জন
-
নিহত: ২ জন
-
-
উত্তরা আধুনিক হাসপাতাল:
-
আহত: ৬০ জন
-
নিহত: ১ জন
-
-
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল:
-
আহত: ১ জন
-
নিহত: ০ জন
-
মোট হিসাব:
-
মোট আহত: ১৭১ জন
-
মোট নিহত: ২০ জন
এখনও কিছু গুরুতর আহত রোগী চিকিৎসাধীন রয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে প্রশাসন এবং ঘটনার তদন্ত চলছে।