বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩ ও অনলাইন ফরম (Widow application form) পূরণ কিভাবে করবেন, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ১০ আগস্ট তারিখ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত mis.bhata.gov.bd/onlineApplication লিংকে বিধবা ভাতার আবেদন করা যাবে।
ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এলাকাতে প্রয়ােজনীয় প্রচারনা ও সভা আয়ােজন করে নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার যােগ্য বয়স্ক ব্যক্তির নিকট হতে http://mis.bhata.gov.bd/onlineApplication লিংকে অনলাইনে আবেদন গ্রহণ করার জন্য অনুরােধ করা হয়েছে। তাই বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য ফেব্রুয়ারি/ মার্চ মাসে আবেদন করতে হয়।
নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন কম পাওয়ায় বয়স্কভাতা কর্মসূচিতে কিছু বরাদ্দ অবশিষ্ট রয়েছে। প্রশাসনিক মন্ত্রণালয় হতে অবশিষ্ট বরাদ্দ অনুযায়ী সংযুক্ত তালিকায় বর্ণিত ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ বিভাজনের অনুমােদন পাওয়া যায়।
বয়স্ক ভাতার ক্ষেত্রে আবেদনকারীর বয়স পুরুষ ৬৫ বা তদুর্ধ বছর ও মহিলা ৬২ বা তদুর্ধ্ব বছর এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০ টাকা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচিতে বিধবা মহিলার জন্য স্বামীর মৃত্যু সনদ এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০ টাকা হতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে। আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না। অন্য সুবিধা গ্রহণ করছে প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে।
বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগে তা হলো –
বিধবা ভাতা পাওয়ার জন্য উপরোক্ত কাগজপত্র গুলো ছাড়াও আরো কিছু কাগজপত্রের প্রয়োজন হতে পারে এবং অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হলে অবশ্যই তা প্রদান করতে হবে।
বিধবা ভাতা অনলাইন আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন :
কভারেজ | বাজেট | সেবা’র বিবরণ | ||||||
শুরুতে | শুরুর সময় | বর্তমানে | শুরুতে | শুরুর সময় | বর্তমানে | শুরুতে | শুরুর সময় | বর্তমানে |
৪.০৩ লক্ষ জন | ১৯৯৮-৯৯ | ২৪.৭৫ লক্ষ জন(২০২২-২৩) | ৪০.৩১ কোটি টাকা | ১৯৯৮-৯৯ | ১৪৯৫.৪০ কোটি টাকা(২০২২-২৩) | জনপ্রতি মাসিক ১০০ টাকা হারে বছরে ১ মাস পরীক্ষামূলক | ১৯৯৮-৯৯ | জনপ্রতি মাসে ৫০০ টাকা হারে সারা বছর(২০২২-২৩) |
১০ আগস্ট তারিখ হতে ১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত mis.bhata.gov.bd/onlineApplication লিংকে ভাতার আবেদন গ্রহণ করা হবে।