বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
♦ জনসংখ্যা—১৬ কোটি ৩৭ লাখ।
♦ জনসংখ্যা বৃদ্ধির হার—১.৩৭ শতাংশ।
♦ পুরুষ ও মহিলার অনুপাত—১০০.২ ঃ ১০০।
♦ জনসংখ্যার ঘনত্ব—১১০৩ জন/বর্গকিমি।
♦ শিশু মৃত্যুহার—প্রতি হাজারে ২৪।
♦ গড় আয়ু—গড়ে ৭২ বছর (পুরুষ ৭০.৬, মহিলা ৭৩.৫ বছর)।
♦ ডাক্তার ও জনসংখ্যার অনুপাত—১ ঃ ১৭২৪।
♦ সাক্ষরতার হার—৭২.৩ শতাংশ।
♦ জিডিপি প্রবৃদ্ধির হার—৮.১৩ শতাংশ।
♦ মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার।
♦ মাথাপিছু জিডিপি ১৮২৭ মার্কিন ডলার।
♦ মোট শ্রমশক্তি—৬.৩৫ কোটি (পুরুষ ৪.৩৫ কোটি, নারী ২ কোটি)।
♦ খাতভিত্তিক শ্রমশক্তি—কৃষি ৪০.৬ শতাংশ, শিল্প ২০.৪ শতাংশ, সেবা ৩৯ শতাংশ।
♦ মোট সড়ক—২১৫৯৬ কিমি।
জাতীয় মহাসড়ক ৩৯০৬ কিমি,
রেলপথ ২৯৫৬ কিমি।
♦ প্রবাসীদের পাঠানো অর্থ—১১৮৬৯ মিলিয়ন মার্কিন ডলার।
♦ মোট ব্যাংক—৫৯টি (রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ৬টি, বিশেষায়িত ব্যাংক ৩টি,
বেসরকারি ৪১টি,
বৈদেশিক ব্যাংক ৯টি,
আর্থিক প্রতিষ্ঠান ৩৪টি)
♦ রিজার্ভ মুদ্রা—২২৬৭৪৩ কোটি টাকা।
♦ মূল্যস্ফীতি—৫.৪৪ শতাংশ।
সূত্র : কালের কণ্ঠ । ২ অক্টোবর ২০১৯