সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ : বাংলাদেশে সাইবার অপরাধের নতুন যুগ শুরু হলো। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সাইবার অপরাধ করলে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড ভোগ করতে হতে পারে।
২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী, এই বিধান কার্যকর হবে। আইন মন্ত্রণালয় ২০২৫ সালের ২১ মে রাতে এই অধ্যাদেশ জারি করে। এর মাধ্যমে ২০২৩ সালের বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে।
নতুন সাইবার নিরাপত্তা আইন: কী পরিবর্তন এসেছে?
-
৯টি বিতর্কিত ধারা বাতিল করা হয়েছে।
-
AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাইবার অপরাধকে সরাসরি দণ্ডনীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
-
ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
-
অনলাইন জুয়া, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি স্পষ্টভাবে অপরাধ হিসেবে চিহ্নিত।
গুরুত্বপূর্ণ অপরাধ ও দণ্ডসমূহ:
অপরাধ | সর্বোচ্চ দণ্ড |
---|---|
AI ব্যবহার করে সাইবার অপরাধ | ৭ বছর জেল / ১ কোটি টাকা জরিমানা / উভয় দণ্ড |
বেআইনিভাবে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে প্রবেশ | ৫ বছর জেল / ৫০ লাখ টাকা জরিমানা |
অনলাইন জুয়া | ২ বছর জেল / ১ কোটি টাকা জরিমানা |
অনলাইনে নারী নির্যাতন ও যৌন হয়রানি | ২ বছর জেল / ১০ লাখ টাকা জরিমানা |
অনলাইনে শিশু নির্যাতন | ৫ বছর জেল / ২০ লাখ টাকা জরিমানা |