এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২২ pdf, নমুনা প্রশ্ন ও মডেল টেস্ট


এডু ডেইলি ২৪ নভেম্বর ৪, ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৩ অপরাহ্ন
এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২২ pdf, নমুনা প্রশ্ন ও মডেল টেস্ট

এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২২ pdf ( HSC Bangla 1st Paper Suggestion 2022 & syllabus ) নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই শর্ট সাজেশন দেয়া হয়েছে। আশা করা যায়, সংক্ষিপ্ত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী এই সাজেশন অনুসরণ করে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে।


আরো পড়ুন : এইচএসসি বাংলা ১ম পত্রের প্রশ্ন সমাধান [সব বোর্ড]

এইচএসসি পরীক্ষা ২০২২

পাবলিক পরীক্ষাউচ্চমাধ্যমিক / এইচএসসি পরীক্ষা ২০২২
বোর্ড সমূহসাধারণ শিক্ষা বোর্ড (ঢাকা বোর্ড – রাজশাহী বোর্ড – যশোর বোর্ড – কুমিল্লা বোর্ড – চট্টগ্রাম বোর্ড – বরিশাল বোর্ড – সিলেট বোর্ড – দিনাজপুর বোর্ড ও ময়মনসিংহ বোর্ড )
পরীক্ষা শুরু ৬ নভেম্বর ২০২২ থেকে
তত্ত্বীয় পরীক্ষা শেষ ১৩ ডিসেম্বর ২০২২
ব্যবহারিক পরীক্ষা শুরু ১৫ ডিসেম্বর ২০২২ থেকে
hsc exam 2022

এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২২ (শর্ট সাজেশন)

আঠারো বছর বয়স

  • ১. তরুণদের শক্তি সাহস উদ্দীপনা সম্পর্কে ধারণা
  • ২. অদম্য অপ্রতিরোধ্য তারুণ্যের সম্ভাবনাময় দিকগুলো
  • ৩. আঠারো বছর বয়সের শারীরিক মানসিক সামাজিক সংকটের স্বরূপ
  • ৪. ভুল সিদ্ধান্তের ফলে তারুণ্যের ধ্বংসাত্মক পরিণতি ঘটে।
  • ৫. দেশ ও মানব জাতির কল্যাণে আঠারো বছর বয়সের প্রশস্তির তাৎপর্য – ব্যাখ্যা কর?

তাহারেই পড়ে মনে

  • ১. প্রকৃতির সঙ্গে মানব মনের সাদৃশ্য কী?
  • ২. শিল্প-সাহিত্য তৈরেতে মানব মনের প্রভাব ব্যাখ্যা করো।
  • ৩. গতিময় স্বচ্ছন্দ জীবনে বিচ্ছেদ বেদনার প্রভাব বিশ্লেষণ করো।

সাম্যবাদী

  • ১. পৃথিবীর সকল মানুষের প্রতি কবির সমদৃষ্টি ও অসাম্প্রদায়িক মনোভাব সম্পর্কে লেখ।
  • ২. কূপমন্ডুকতা পরিহার করে উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন হওয়ার গুরুত্ব বিশ্লেষণ কর?
  • ৩. সকল ধর্ম ও ধর্ম গ্রন্থের সার কথার তাৎপর্য কী?
  • ৪. লোকধর্ম অপেক্ষা মানুষের হৃদয় ধর্মের প্রতি গুরুত্ব আরোপ করার রহস্য

এই পৃথিবীতে এক স্থান আছে

  • ১. প্রকৃতি প্রেম ও দেশপ্রেমের সম্পর্ক ব্যাখ্যা লেখ।
  • ২. বাংলার প্রকৃতির সৌন্দর্যের স্বরূপ বিশ্লেষণ কর।
  • ৩. জন্মান্তরবাদ সম্পর্কে যা জান।
  • ৪. প্রাচ্যের বিভিন্ন পৌরাণিক চরিত্র ও অনুষঙ্গ সম্পর্কে ধারণার স্বরুপ।
  • ৫. বাংলার প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানের গুরুত্ব ব্যাখ্যা কর।
  • ৬.জীবনানন্দ দাশের কবিতার গঠন সম্পর্কে ব্যাখ্যা লেখ।

সেই অস্ত্র কবিতা সাজেশন

  • ১. সভ্যতার চিরন্তন প্রতিশ্রুতি কী? ব্যাখ্যা কর।
  • ২. প্রকৃতিকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হলে কি করতে হবে।
  • ৩. ভালোবাসার প্রয়োজনীয়তা
  • ৪. যুদ্ধের কুফল ও উত্তরণের পথ সম্পর্কে বিশ্লেষণ কর।
  • ৫. জাতি ও বর্ণ বৈষম্য থেকে মুক্তি লাভের উপায় জী?
  • ৬. মানবতার প্রতিশ্রুতি রক্ষায় ভালোবাসার গুরুত্ব কী? ব্যাখ্যা কর।

বিভীষণের প্রতি মেঘনাদ **

  • ১. কবিতাটিতে প্রকাশিত স্বাজাত্যবোধ ও নৈতিকতা সম্পের্ক বল।
  • ২. মেঘনাথ চরিত্রে ফুটে উঠা গুণাবলী দেশপ্রেমের স্বরূপ, বিশ্লেষণ কর।
  • ৩. বিভীষণ চরিত্রে প্রকাশিত দেশের বৈরিতা বিশ্লেষণ কর।
  • ৪. কবিতায় বিধৃত বীরত্ব ও কা-পুরুষতার স্বরূপ উদঘাটন।
  • ৫. পৌরাণিক কাহিনী ও তার নতুননির্মাণ বিশ্লেষণ কর।

ঐকতান

  • ১. পৃথিবীর বিচিত্র দেশ ও বৈচিত্র্যময় জনজীবনের সঙ্গে একাত্মতা অনুভব করার স্বরুপ।
  • ২. অপাংক্তেয় ও প্রান্তিক মানুষের প্রতি সহমর্মিতা তাৎপর্য ও গুরুত্ব।
  • ৩. শ্রমজীবী মানুষের কর্মের প্রতি শ্রদ্ধা।
  • ৪. সাহিত্য বা শিল্প সৃষ্টিতে মানুষের প্রতি দায়বদ্ধতার গুরুত্বের স্বরুপ।

ফেব্রুয়ারি ১৯৬৯

  • ১৯৬৯ সালের গণ আন্দোলনের প্রেক্ষাপট কি?
  • বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনায় গণ আন্দোলনের প্রেক্ষাপট
  • শ্বসন ও নিপীড়নের বিরুদ্ধে গণমানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • জাতীয়তাবোধের উজ্জীবন ও দেশাত্মবোধের প্রেরণা

আমি কিংবদন্তির কথা বলছি

  1. ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির স্বরূপ
  2. জননী ও জন্মভূমি প্রতি শ্রদ্ধাশীলতার স্বরূপ
  3. জাতিসত্তার অতীত ইতিহাস ঐতিহ্য
  4. সত্য সুন্দর ও কল্যাণের প্রতিনিধি হিসেবে কবিতার সত্তা ব্যাখ্যা

নুরুল দিনের কথা মনে পড়ে

  1. নুরুলদীনের সংগ্রামে ভূমিকা ব্যাখ্যা
  2. দেশপ্রেমের ইতিবাচক ভূমিকা বিশ্লেষণ
  3. বাঙালির প্রতিবাদী চেতনার স্বরূপ বিশ্লেষণ
  4. উপনিবেশিক শাসনের প্রেক্ষাপট এর চিত্র অংকন
  5. বাঙালির অতীত নেতৃত্ব সম্পর্কে অভিব্যক্তি
  6. জাতীয় দুর্যোগে ঐক্যবদ্ধতার গুরুত্ব

লোক লোকান্তর

  • কবির কাব্য চেতনার স্বরূপ বিশ্লেষণ
  • সকল সংস্কারের ঊর্ধ্বে কবির কাব্য দর্শনের গুরুত্ব ব্যাখ্যা
  • কবির সৃষ্টির প্রেরণা হিসেবে চিরায়ত গ্রাম্য জীবনের স্বরূপ বিশ্লেষণ
  • সৃষ্টির আনন্দ ও কবিতার সার্বভৌমত্বের ব্যাখ্যা
  • বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি কবির মুগ্ধতার স্বরূপ

রক্তে আমার অনাদি অস্থি

  • সাগর দুহিতা নদীমাতৃক বাংলাদেশের বন্দনার তাৎপর্য
  • বিদেশী আগ্রাসনের প্রতি কবির দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা
  • স্বদেশ ও জাতিসত্তার প্রতি কবির মমত্ববোধের স্বরূপ
  • বাংলাদেশের নদনদীর স্বরূপ নির্ণয়
  • কবি হৃদয়ের দৃঢ় চেতনার স্বরূপ

এইচএসসি বাংলা ১ম পত্র সিলেবাস ২০২২

গল্প

  • ১. অপরিচিতা
  • ২. বিলাসী
  • ৩. আমার পথ
  • ৪. মানব-কল্যাণ
  • ৫. মাসি-পিসি
  • ৬. বায়ান্নর দিনগুলো
  • ৭. রেইনকোট
  • ৮. সোনার তরী

কবিতা

  • ৯. বিদ্রোহী
  • ১০. প্রতিদান
  • ১১. তাহারেই পড়ে মনে
  • ১২. আঠারো বছর বয়স
  • ১৩. ফেব্রুয়ারি ১৯৬৯
  • ১৪. আমি কিংবদন্তীর কথা বলছি

নাটক-উপন্যাস

  • ১৫. লাল সালু
  • ১৬. সিরাজউদ্দৌলা

এইচএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন ২০২২ (মডেল টেস্ট / নমুনা / প্যাটার্ন)

সৃজনশীল প্রশ্ন ১ : গ্রামের রশিদ বাজারের একটি দোকানে কাজ করে। একদিন কাজ করতে গিয়ে দোকানের কিছু জিনিজ ভেঙে ফেলেন। এতে দোকানের মালিক তাকে খু্অ মারধর করে। রাতের কাজ শেষে রশিদ ক্যাশ বাক্সের পাশে কিছু টাকা দেখতে পায়। সে বুঝতে পারে, দোকানির মালিক ভুলে টাকা ফেলে গেছে। পরের দিন সকালে রশিদ দোকানের মালিককে টাকাগুলো ফেরত দেয়। তখন দোকানের মালিক রশিদকে মারধর করার জন্য অনুতপ্ত হয় এবং তার বেতন বাড়িয়ে দেয়।

  • ক. ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?
  • খ. ‘ফুল করি দান সারাটি জনম-ভর’ পঙক্তি ব্যাখ্যা করো।
  • গ. উদ্দীপকের সাথে “প্রতিদান” কবিতার সাদৃশ্য আলোচনা করো।
  • ঘ. “মতিন মণ্ডলের মানসিক পরিবর্তন যেন কবির ভালোবাসাপূর্ণ পৃথিবী নির্মাণের সহায়ক।’- উক্তিটি বিশ্লেষণ করো

সৃজনশীল প্রশ্ন ২ : স্বপ্নচূড়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান মি. রহমান রাশভারি মানুষ। কর্মচারীরা আনুগত্যের ভাব প্রকাশে তার সব কথাতেই হ্যাঁ স্যার, জি স্যার করেন। কেবল মতিন সাহেব তা করেন না। যেটি ঠিক সেখানে হ্যাঁ, যেটি ঠিক নয় সেখানে না বলেন। সহকর্মীরা মতিন সাহেবকে গৌয়ার ও বেয়াদব ভাবেন। চেয়ারম্যান সাহেবও মাঝেমধ্যে মতিন সাহেবের গৌয়াতুমিতে বিরক্ত হন। হঠাৎ কোষাধাক্ষের মৃত্যুতে পদটি শূন্য হলে লোভনীয় এ পদে পদায়ন পেতে সহকর্মীরা চেয়ারম্যানকে তোয়াজ করতে থাকেন। অবশেষে চেয়ারম্যান যেদিন উক্ত পদের নিয়োগপত্র ইস্যু করেন তা দেখে সবার চোখ ছানাবড়া। কারণ সেই পদের নিয়োগপত্র পান মতিন সাহেব।

  • ক. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
  • খ. মানুষ-ধর্মকে সবচেয়ে বড় ধর্ম বলা হয় কেন?
  • গ উদ্দীপকে “আমার পথ” প্রবন্ধটির কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
  • ঘ. “মতিন সাহেবের সততাই তাকে উক্ত পদে ভূষিত করে” উদ্দীপক ও প্রবন্ধের আলোকে সততার স্বরূপ বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : সমাজসেবার ক্ষেত্রে বাংলার ক্ষুদিরাম, হাজি মুহম্মদ মুহসীন, শেরে বাংলা এ. কে. ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান। ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আফ্রিকার বর্ণবাদবিরোধী বিশ্বখ্যাত নেতা নেলসন ম্যান্ডেলা, আর্জেন্টিনার চে গুয়েভারা প্রমূখ মহান নেতার নাম উল্লেখযোগ্য। মানব কল্যাণে আত্মনিয়োগ করার মাধ্যমেই ইতিহাসে তাঁরা চিরস্মরণীয় হয়ে আছেন। তাঁরা শুধু অর্থ দিয়ে নয়, নিঃস্বার্থভাবে জীবন দিয়ে মানব কল্যাণে আত্মনিয়োগ করে গেছেন। এসব মহৎপ্রাণ ব্যক্তির জীবনাদর্শ অনুসরণ করে মানবসেবায় আমরা নিজেদের উদ্বুদ্ধ করতে পারি।

  • ক. লেখকের মতে, কোন ধারণা সংকীর্ণ মনোভাবের পরিচায়ক?
  • খ. কীভাবে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়?
  • গ. উদ্দীপকে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
  • ঘ. “উদ্দীপকের বিষয়বস্তু ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের সার্বিক চিত্র তুলে ধরতে পারেনি”— মন্তব্যটির যথার্থতা যাচাই করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : ‘দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হান্‌ছিলে বৈশাখে,
হঠাৎ সে কার শুনলে বেণু কদম্বের ঐ শাখে।
বজ্রে তোমার বাজলে বাঁশি, বহ্নি হলো কান্না, হাসি
সুরের ব্যথায় প্রাণ উদাসী-
মন সরে না কাজে।
তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা বাজে!’

  • ক. কবি নিজেকে কার শিষ্য বলে ঘোষণা করেছেন?
  • খ. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’- ব্যাখ্যা করো।
  • গ. উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? আলোচনা করো।
  • ঘ. উদ্দীপকের দুর্বাসা ‘বিদ্রোহী’ কবিতার ক্ষ্যাপা দুর্বাসার স্বরূপ উন্মোচনে সহায়ক কি? যৌক্তিক বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : সারা দিন খেত-খামারে কাজ করে আর পুকুরে মাছ চাষ করে সময় কাটে মন্টু মিয়ার। এসব কাজে কষ্ট হলেও যখন খেতে হলুদ ফসল ফলে আর পুকুর মাছে ভরে যায় তখন তার আনন্দের সীমা থাকে না।

  • ক. শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে?
  • খ. গাভির পরিচর্যাকারীকে জননীর আশীর্বাদ কেন দীর্ঘায়ু করবে?
  • গ. উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাদৃশ্য কোথায়? আলোচনা করো।
  • ঘ. “পরিশ্রমে যে ফসল ফলে তা অনাবিল আনন্দের’_ উদ্দীপক ও আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : লেভ তলস্তয়ের ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের নায়ক পাখোম লোভী প্রকৃতির। পাশের দেশে দিনপ্রতি জমির দাম ১০০ রুবল শুনে অধিক জমি পাওয়ার লোভে সে সেখানে ছুটে যায় এবং জমি কেনে। এক দিনে যতটুকু জমি সে ঘুরে আসতে পারবে, ততটুকু জমির মালিকানা পাবে সে। এমন আকর্ষণীয় প্রস্তাবে লালায়িত হয়ে শারীরিক ক্লান্তিকে গুরুত্ব না দিয়ে বেশি জমি পাওয়ার লোভে সারা দিন সে দৌড়ায়। পরিণতিতে মৃত্যু হয় তার।

  • ক. মহাকালের স্রোতে কী টিকে থাকে?
  • খ. মাঝি চলে যাওয়ার সময় কোনো দিকে তাকায়নি কেন? ব্যাখ্যা করো।
  • গ. উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
  • ঘ. উদ্দীপকটি ‘সোনার তরী’ কবিতার মূলভাবকে কতটা প্রতিফলিত করতে পেরেছে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৭ :
প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা,
চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য
কাঠফাটা রোদ সেঁকে চামড়া ।

  • ক. কমলবান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  • খ. “আবার নামবে সালাম রাজপথে” ব্যাখ্যা করো।
  • গ. উদ্দীপকে “ফেব্রুয়ারি ১৯৬৯”- এর কোন দিকটি উঠে এসেছে?__ আলোচনা করো।
  • ঘ. “ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতায় বাঙালির সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে।” মন্তব্যটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮ : ১৭ মে ১৯৭১, সোমবার রেডিও-টিভিতে বিখ্যাত ও পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম করিয়ে কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না বোধ হয়। তাই এখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের দিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়ানোর কুটকৌশল শুরু হয়েছে। আজকের কাগজে ৫৫ জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে এক বিবৃতি বেরিয়েছে। |….] এদের মধ্যে কেউ কেউ সানন্দে ও সাগ্রহে সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী যে বেয়নেটের মুখে সই দিতে বাধ্য হয়েছেন, তাতে আমার কোনো সন্দেহ নেই।”

  • ক. ‘মিসক্রিয়ান্ট’ শব্দের অর্থ কী?
  • খ. রেইনকোট পরার পর থেকে নুরুল হুদার হাত-পা কেন শিরশির করতে থাকে? ব্যাখ্যা করো।
  • গ. বুদ্ধিজীবী ও শিল্পীদের দিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়ানোর বিষয়টি রেইনকোট গল্পের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? আলোচনা করো।
  • ঘ. “পাকিস্তানীদের সকল অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে এদেশের সকল মানুষ দেশকে স্বাধীন করার নিরন্তর চেষ্টা অব্যাহত রেখেছিল’ – উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পের আলোকে আলোচনা করো।

সৃজনশীল প্রশ্ন ৯ :
ভেতরে আমার বাঁশিটি বাজে না আর,
ওড়েনা পাখি আঁকাবাঁকা সাদা ঝাঁক
নদী জলের ঢেউগুলো নির্বাক
ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড় ।

  • ক. ‘তাহারেই পড়ে মনে” কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  • খ. “যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই” – বলতে কি বোঝানো হয়েছে?
  • গ. উদ্দীপকটির কোন দিকটি “তাহারেই পড়ে মনে” কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিত করো।
  • ঘ. উদ্দীপকের ‘ভেতরে আমার বাশিটি বাজেনা আর’ এর দহন ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির অন্তর্দহন – তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ১০ : আফ্রিকার গণমানুষের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। আফ্রিকায় সংঘটিত বর্ণবাদ, বৈষম্য ও শেতাজ্তাদের শোষণ- নিপীড়নের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের দীর্ঘ আন্দোলন ও কঠোর সংগ্রামের নেতৃত্বের পুরোধা তিনিই ছিলেন। সাধারণ মেহনতি, নির্যাতিত মানুষের অধিকার আদায় করতে তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে, জেলে যেতে হয়েছে। দীর্ঘ সাতাশ বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে সশ্রম কারাভোগের পর আফ্রিকার মুক্তিপাগল মানুষকে তিনি স্বাধীনতা উপহার দেন।

  • ক. ১৯৭২ সালে বঙ্গবন্ধু কোন পদকে ভূষিত হন?
  • খ. “বাংলাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই’- উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
  • গ. উদ্দীপকের নেলসন ম্যান্ডেলা চরিত্রের সাথে “বায়ান্নর দিনগুলো তুলনামূলক আলোচনা তুলে ধরো ।
  • ঘ. প্রেক্ষাপট ভিন্ন হলেও সংগ্রামী ও অধিকার সচেতন শেখ মুজিবুর রহমান ও নেলসন ম্যান্ডেলা একই চেতনায় উদ্বুদ্ধ’ – “বায়ান্নর দিনগুলো” রচনার বিষয়বস্তুর আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করে তোমার মতামত প্রদান করো।
Rate this post

Leave a Reply

BD Results App