এমপিওভুক্ত ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা


এডু ডেইলি ২৪ অক্টোবর ২৩, ২০১৯, ২:৫৩ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩১ অপরাহ্ন
এমপিওভুক্ত ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা

অবশেষে এমপিওভুক্ত হলো দেশের বিভিন্ন পর্যায়ের ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান।
দীর্ঘ প্রতীক্ষার পর এমপিওভুক্ত হল দেশের বিভিন্ন পর্যায়ের ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। ১ জুলাই ২০১৯, অর্থৎ চলতি অর্থবছরের শুরু থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন অর্থবছরে আরো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে বলে জানা গেছে।

আজ (২৩ অক্টোবর ২০১৯, বুধবার) গণভবনে আনুষ্ঠানিকভাবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন এমপিওভুক্তি বন্ধ থাকায় আন্দোলন করে আসছিলেন শিক্ষক-কর্মচারীরা। চলতি বছরের (২০১৯) জুন মাসে ২০১৯-২০ সালের বাজেট ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, এমপিওভুক্তির কার্যক্রম আবার শুরু হচ্ছে এবং নতুন বাজেটে সেজন্য বরাদ্দও থাকছে।

কোন স্তরে কতটি শিক্ষা প্রতিষ্ঠান :
নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন স্কুল ও কলেজ ১,৬৫১টি। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ১০৮টি। মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণি স্তরের প্রতিষ্ঠান ৮৮৭টি, স্কুল অ্যান্ড কলেজে বিদ্যালয় ৬৮টি, কলেজ (একাদশ ও দ্বাদশ শ্রেণি) ৯৩টি এবং ডিগ্রি কলেজ ৫৬টি।
এ ছাড়া কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীন মাদ্রাসা রয়েছে ৫৫৭টি। এর মধ্যে দাখিল স্তরের মাদ্রাসা ৩৫৮টি, আলিম স্তরের ১২৮টি, ফাজিল স্তরের ৪২টি ও কামিল স্তরের ২৯টি মাদ্রাসা রয়েছে।

২৩ অক্টোবর ২০১৯ তারিখে এমপিওভুক্ত বিভিন্ন স্তরের বেসরকারি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে এই লিংকে :
>> নিম্ন মাধ্যমিক : https://moedu.portal.gov.bd/sites/default/files/files/moedu.portal.gov.bd/npfblock/ab727f63_3ce5_421e_93e3_778e9f06866f/8673b9a5cad4172bd247b02448d20245.pdf

> এমপিওভুক্ত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা : https://moedu.portal.gov.bd/sites/default/files/files/moedu.portal.gov.bd/npfblock/ab727f63_3ce5_421e_93e3_778e9f06866f/e1c03a3a7e274bf2c9c69e004351a7ba.pdf

> এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক স্তরের (স্কুল অ্যান্ড কলেজ) শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা : https://moedu.portal.gov.bd/sites/default/files/files/moedu.portal.gov.bd/npfblock/ab727f63_3ce5_421e_93e3_778e9f06866f/2d5374c23671a933591ad7cd9f67ab92.pdf

> এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক স্তরের (ইন্টারমিডিয়েট কলেজ) শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা : https://moedu.portal.gov.bd/sites/default/files/files/moedu.portal.gov.bd/npfblock/ab727f63_3ce5_421e_93e3_778e9f06866f/bc2fc5d33cd128b95efd434e43ee1a0c.pdf

> এমপিওভুক্ত ডিগ্রি কলেজের তালিকা : https://moedu.portal.gov.bd/sites/default/files/files/moedu.portal.gov.bd/npfblock/ab727f63_3ce5_421e_93e3_778e9f06866f/826f274d65e1c73b182f769828462fe1.pdf

> বেসরকারি কারিগরি ও মাদরাসা বোর্ড থেকে জারিকৃত এমপিও হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা এই লিংকে : https://www.facebook.com/tmed.gov.bd/posts/873869239673428?tn=-R

Rate this post

Leave a Reply

BD Results App