স্কুলের নতুন শপথ বাক্য ২০২৪ (Image, pdf ও video সহ)

দেশের সব স্কুলে নতুন শপথ বাক্য পাঠ করার ব্যাপারে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২৯ ডিসেম্বর ২০২১ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর শপথ বাক্য পাঠ করতে হবে। ইংরেজি ও বিদেশি মাধ্যমের স্কুল-কলেজগুলোকেও এই নির্দেশনা অনুসরণ করতে হবে ।

সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে এই শপথ বাক্য পাঠ করতে হবে।

 

নতুন শপথ বাক্য পাঠ ২০২৪

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

 

আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।”

 

নতুন শপথ বাক্য pdf

new school oath 2022
নতুন শপথ বাক্য ২০২২ – নোটিশ

 

 

শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শপথ বাক্য পাঠ ২০২৪ [ Video ]

https://www.youtube.com/watch?v=HnNwSla0DpA