এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ২০২৩ [SSC 2023 মডেল টেস্ট]


এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৫ অপরাহ্ন /
এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ২০২৩ [SSC 2023 মডেল টেস্ট]

সব বোর্ডের পরীক্ষার্থীদের প্রস্তুতি ও অনুশীলনের জন্য এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ২০২৩ [SSC 2023 মডেল টেস্ট] এখানে দেওয়া হলো। বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) বাছাই করা হয়েছে এখানে। এগুলো দেখে অনুশীলন করলে আশা করা যায় এসএসসি বাংলা ১ম পত্রের নৈর্বত্তিক অংশের প্রস্তুতি ভালো হবে।

এসএসসি পরীক্ষা ২০২৩

পরীক্ষাএসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান
পরীক্ষার সাল২০২৩
পরীক্ষা শুরুর তারিখ ৩০ এপ্রিল ২০২৩
বোর্ডসব শিক্ষা বোর্ড
ওয়েবসাইটhttp://www.educationboard.gov.bd
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩

এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ২০২৩ মডেল টেস্ট (নমুনা)

পল্লিজননী

১. রুগ্​ণ ছেলের শিয়রে বসে মা কী গুনছে?

ক. ঢ্যাঁপের মোয়া খ. মুক্তির দিন

গ. পাখির সংখ্যা ঘ. ছেলের আয়ু

২. রুগ্​ণ পরিবেশে মায়ের মনে কী জেগে ওঠে?

ক. অসুস্থ সন্তানের মঙ্গল কামনা

খ. মনে নানা অশুভ কথা

গ. পুত্র হারানোর শঙ্কা

ঘ. গত আড়ঙের কথা

৩. পল্লিজননী চরিত্রে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?

ক. বেদনা বোধ খ. অসহায়ত্ব

গ. উৎকণ্ঠা ঘ. অস্থিরতা

৪. নিচের কোন চিত্রটি সন্তানের অমঙ্গলের প্রতীক?

ক. নিবু নিবু দীপ খ. ঘোর–আন্ধার

গ. হুতুমের ডাক ঘ. ঝড়ের কাঁপন

৫. ‘মারে কত রাত আছে, কখন সকাল হবে।’—উক্তিটি রুগ্​ণ ছেলেটির কী প্রকাশ পেয়েছে?

ক. যন্ত্রণা খ. আকাঙ্ক্ষা

গ. অস্থিরতা ঘ. শখ

৬. ‘ছোট কুঁড়েঘর, বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু।’ এই পঙ্​ক্তি দ্বারা কী বোঝা যায়?

ক. শীতের তীব্রতা

খ. কষ্টের মর্মকথা

গ. সামাজিক অবস্থা

ঘ. বৈষয়িক অবস্থা

৭. ‘পল্লিজননী’ কবিতায় কবি কী প্রত্যক্ষ করেছেন?

ক. মায়ের অপত্যস্নেহ খ. পারিবারিক জীবন

গ. সামাজিক জীবন ঘ. জাতীয় জীবন

৮. ‘এমনি করিয়া কেবা শুয়ে থাকে কবে’—কথাটি কে, কাকে বলেছিল?

ক. মা ছেলেকে খ. ছেলে মাকে

গ. বাবা ছেলেকে ঘ. ছেলে ভাইকে

৯. ছেলের রোগমুক্তির জন্য মা কয় জায়গায় মানত করেছেন?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১০. ‘ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ।’—বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. অনুরোধ খ. বিনয়

গ. আকুতি ঘ. আবেদন

১১. ‘পল্লিজননী’ কবিতায় জোনাকি মেয়েরা কোন পথে চলে?

ক. গ্রাম্যপথে খ. মেঠোপথে

গ. বুনোপথে ঘ. পাহাড়িপথে

১২. ‘পল্লিজননী’ কবিতায় কোনটি জমাট বাঁধার কথা বলা হয়েছে?

ক. বুনো মশকের গান

খ. জোনাকির আলো

গ. হুতুমের ডাক

ঘ. কানাকুয়োর গান

১৩. ‘সম্মুখে তার ঘোর কুজ্ঝটি’—কথাটির মধ্যে কিসের ইঙ্গিত আছে?

ক. ভবিষ্যৎ সম্পর্কে মায়ের আশঙ্কা

খ. ছেলের রোগমুক্তির বিলম্ব

গ. শীত ও কুয়াশার বৃদ্ধি

ঘ. প্রদীপ নিভে যাওয়ার ইঙ্গিত

১৪. ‘আই ঢাই মার প্রাণ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. মায়ের কাকুতি–মিনতি

খ. মায়ের অভাব–অনটন

গ. মায়ের অস্থিরতা

ঘ. মায়ের দুশ্চিন্তা

১৫. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।’—এ উক্তির সঙ্গে ‘পল্লিজননী’ কবিতার মিলগত দিক হলো—

i. সন্তানের শুভকামনা

ii. গ্রামীণ ঐতিহ্য

iii. চিরায়ত অপত্যস্নেহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. ‘পল্লিজননী’ কবিতায় প্রতিফলিত হয়েছে—

i. সন্তানবাৎসল্য

ii. স্মৃতিকাতরতা

iii. দারিদ্র্য পীড়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রবি মায়ের একমাত্র ছেলে। তার ঘরে ভালো খাবারের অভাব নেই। তারপরও বায়না করা মাত্র হাজির হয়ে যায় সে যা চায় তাই। কেবল আকাশের চাঁদটা সে এখনো চায়নি।

১৭. উদ্দীপকে ‘পল্লিজননী’ কবিতার যে বিপরীত চিত্র ফুটে উঠেছে—

ক. বিরূপ প্রকৃতি

খ. মায়ের আয়োজন

গ. মায়ের অসহায়ত্ব

ঘ. ছেলের আবদার

১৮. উল্লিখিত বিপরীত চিত্র আছে যে চরণে—

i. বলেছে আমরা মোসলমানের আড়ং দেখিতে নাই

ii. ছোটখাটো কত বায়না ছেলের পারে নাই মিটাবার

iii. আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. ‘পাণ্ডুর গালে চুমু খায় মাতা।’—এখানে ‘পাণ্ডুর’ শব্দটি কী অর্থ প্রকাশ করছে?

ক. রক্তশূন্য খ. লালচে

গ. বিবর্ণ ঘ. কালচে

২০. ‘নিঝুম’ শব্দের অর্থ কী?

ক. নিঃশব্দ খ. আনন্দ

গ. কোলাহল ঘ. বিষাদ

সঠিক উত্তর : ১.ঘ ২.গ ৩.খ ৪.গ ৫.গ ৬.ঘ ৭.ক ৮.খ ৯.ক ১০.গ ১১.গ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.গ ১৮.ঘ ১৯.গ ২০.ক

সেইদিন এই মাঠ

২১. ‘আমার পরিচয়’ কবিতায় ফুটে উঠেছে বাংলার—

i. ইতিহাস

ii. ঐতিহ্য

iii. সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. ‘সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই—এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে—

i. বাঙালিরা সবাই মহানুভব

ii. ধর্ম–বর্ণ–গোত্রে সৌহার্দ্যের বন্ধন

iii. সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার যে পরিচয় পাওয়া যায়—

i. কৈবর্ত বিদ্রোহ

ii. ব্রিটিশবিরোধী আন্দোলন

iii. অসাম্প্রদায়িক চেতনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. iii ঘ. i, ii ও iii

২৪. কবি ‘লাল রাজপথ’ বলতে যা বোঝাতে চেয়েছেন, তা হলো—

i. ভাষা আন্দোলনে রঞ্জিত রাজপথ

ii. মাতৃভাষার জন্য বাঙালি জাতির ত্যাগ

iii. বাংলার রাজপথের রং নির্দেশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. ‘আলপথ’ শব্দটির অর্থ কী?

ক. বাড়ির সামনের পথ

খ. জমির সীমানার পথ

গ. পলিমাটি নির্মিত পথ

ঘ. গ্রামের মেঠোপথ

২৬. বাংলা ভাষা ও সাহিত্যের আদি নির্দশন কী?

ক. কমলার দীঘি খ. মহুয়ার পালা

গ. চর্যাগীতি ঘ. অগ্নি–বীণা

২৭. ‘চর্যাপদ’ কী?

ক. বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নির্দশন

খ. প্রাচীন নাটক

গ. প্রথম সার্থক উপন্যাস

ঘ. একটি সংস্কৃত প্রবন্ধ

২৮. চর্যাপদের পাণ্ডুলিপি কে আবিষ্কার করেন?

ক. বসন্তরঞ্জন রায়

খ. হরপ্রসাদ শাস্ত্রী

গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

ঘ. সুনীতিকুমার

২৯. ‘কমলার দীঘি’ কী?

ক. কাব্যগ্রন্থ খ. লোককাহিনি

গ. চিত্রজল ঘ. উপন্যাস

৩০. বাঁশের কেল্লা তৈরি করেন কে?

ক. ক্ষুদিরাম

খ. সূর্য সেন

গ. হাজী শরীয়তউল্লাহ

ঘ. তিতুমীর

সঠিক উত্তর : ২১.ঘ ২২.গ ২৩.গ ২৪.ক ২৫.খ ২৬.গ ২৭.ক ২৮.খ ২৯.খ ৩০.ঘ

Rate this post